ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং মন্তব্য ওবায়দুল কাদেরের

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • 129

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান বিরোধী দল নির্বাচনে নেই। তারা শুধু নির্বাচন বয়কটই করেনি-পণ্ড করার জন্য ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে। নির্বাচন ভণ্ডুল করাই তাদের একমাত্র লক্ষ্য। সংবাদ সম্মেলনে ‘নির্বাচন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনের আগে কী কী করণীয়-সে ব্যাপারে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী বলেন, ‌‘আমরা একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’ 

এদিকে আজ দুপুরে আরেকটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে- এটা ভুল ধারণা। হামলা, সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ 

শরিকদের আপত্তি থাকলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে জানিয়ে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে। স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খানসহ আরও অনেকে। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার চান নাগরিক সমাজের প্রতিনিধিরা

নির্বাচন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং মন্তব্য ওবায়দুল কাদেরের

আপডেট সময় ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান বিরোধী দল নির্বাচনে নেই। তারা শুধু নির্বাচন বয়কটই করেনি-পণ্ড করার জন্য ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে। নির্বাচন ভণ্ডুল করাই তাদের একমাত্র লক্ষ্য। সংবাদ সম্মেলনে ‘নির্বাচন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং’ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনের আগে কী কী করণীয়-সে ব্যাপারে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী বলেন, ‌‘আমরা একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।’ 

এদিকে আজ দুপুরে আরেকটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে- এটা ভুল ধারণা। হামলা, সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ 

শরিকদের আপত্তি থাকলেও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে জানিয়ে তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে। স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খানসহ আরও অনেকে।