ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের আমু বললেন ‘নো কমেন্টস’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 48

অনলাইন ডেস্ক : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে তলব করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই অনুযায়ী, শুক্রবার বিকাল ৩টায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে ইসিতে যান তিনি। বিকাল ৩টা ১৭ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় ছাড়েন আমু। সাংবাদিকদের এড়িয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যান তিনি।

আমু যখন চলে যাচ্ছিলেন, তখন সাংবাদিকরা তার কাছে জানতে চান কমিশনে কী জবাব দিয়েছেন তিনি। জবাবে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘নো কমেন্টস’। এ সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে গাড়ির গ্লাস বন্ধ করেই দ্রুত নির্বাচন কমিশন ছাড়েন তিনি।

গত ৯ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তাকে ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়।

আমির হোসেন আমুকে দেওয়া ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে আপনাকে অবহিত করা সত্ত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

তলবের কারণ সম্পর্কে আরও বলা হয়, ‘ঝালকাঠি জেলা পাকহানাদারমুক্ত দিবস’ উদযাপন উপলক্ষ্যে নলছিটি উপজেলা পরিষদ হলরুমে ৮ ডিসেম্বর বেলা ১১টায় এবং ঝালকাঠি পৌরসভায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় নির্ধারিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য তার সহকারী একান্ত সচিব ভ্রমণসূচি জারি করে। এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাকে অনুরোধ জানান। তা উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন আমির হোসেন আমু। নিজের পক্ষে ভোটও চান তিনি; যা আচরণবিধির লঙ্ঘন। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আহতদের দেখতে শনিবার পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের আমু বললেন ‘নো কমেন্টস’

আপডেট সময় ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে তলব করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই অনুযায়ী, শুক্রবার বিকাল ৩টায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে ইসিতে যান তিনি। বিকাল ৩টা ১৭ মিনিটে নির্বাচন কমিশন কার্যালয় ছাড়েন আমু। সাংবাদিকদের এড়িয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যান তিনি।

আমু যখন চলে যাচ্ছিলেন, তখন সাংবাদিকরা তার কাছে জানতে চান কমিশনে কী জবাব দিয়েছেন তিনি। জবাবে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘নো কমেন্টস’। এ সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে গাড়ির গ্লাস বন্ধ করেই দ্রুত নির্বাচন কমিশন ছাড়েন তিনি।

গত ৯ ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তাকে ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়।

আমির হোসেন আমুকে দেওয়া ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচন উপলক্ষ্যে আপনাকে অবহিত করা সত্ত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

তলবের কারণ সম্পর্কে আরও বলা হয়, ‘ঝালকাঠি জেলা পাকহানাদারমুক্ত দিবস’ উদযাপন উপলক্ষ্যে নলছিটি উপজেলা পরিষদ হলরুমে ৮ ডিসেম্বর বেলা ১১টায় এবং ঝালকাঠি পৌরসভায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় নির্ধারিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য তার সহকারী একান্ত সচিব ভ্রমণসূচি জারি করে। এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার জন্য ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাকে অনুরোধ জানান। তা উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নেন আমির হোসেন আমু। নিজের পক্ষে ভোটও চান তিনি; যা আচরণবিধির লঙ্ঘন।