ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল-৩ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন রাশেদ খান মেনন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 190
অনলাইন ডেস্ক :  বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এর মধ্য দিয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে ১৪–দলীয় জোটের প্রাথী হিসেবে নৌকা প্রতীকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পাকাপাকি হয়ে গেল। আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মহিদুল ইসলামের কাছে এ আসনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন তুলে দেওয়া হয়।
রাশেদ খান মেননকে গত বুধবার বরিশাল-৩ আসনে ১৪ দল জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। পরে গত শুক্রবার তা পরিবর্তন করে তাকে বরিশাল-২ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাশেদ খান মেনন ২৮ বছর পর নিজ জন্মস্থানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিন সকালে রাশেদ খান মেনন বরিশাল নগরের কাউনিয়ার নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় যোগ দেন।
এর আগে সাংবাদিকদের তিনি বলেন, আমরা রাজশাহী-২, সাতক্ষীরা-১ ও বরিশাল-২ নিয়ে তিনটি আসন পেয়েছি। বরিশালের আসন নিয়েও একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। কারণ, তারা আমাকে প্রথমে বরিশাল-৩ এ দিয়েছিল, তারপরে গত পরশু দিন রাত ৮টার সময় আমাকে জানানো হয় বরিশাল-৩ এর পরিবর্তে আমাকে বরিশাল-২ এ দেওয়া হচ্ছে। এ ধরনের বিব্রতকর পরিস্থিতির কারণে আমাদের কর্মীদের মধ্যেও সমস্যা তৈরি হয়, প্রার্থীদের মধ্যেও সমস্যা তৈরি হয়। তারপরও আমি এটা মেনে নিয়ে নির্বাচনে এসেছি।’
তিনি আরও বলেন, আমার বয়স হয়েছে, ৮০ বছর অতিক্রম করেছি এরই মধ্যে। সেদিক থেকে ভেবেছিলাম এবার নির্বাচনে যাব না। কিন্তু পার্টি কোনোভাবেই রাজি হয়নি। পরবর্তীতে দেশের এবং জাতীয় পরিস্থিতি দেখে নির্বাচনে অংশ নিচ্ছি। এ সময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

বরিশাল-৩ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন রাশেদ খান মেনন

আপডেট সময় ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
অনলাইন ডেস্ক :  বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এর মধ্য দিয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে ১৪–দলীয় জোটের প্রাথী হিসেবে নৌকা প্রতীকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পাকাপাকি হয়ে গেল। আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মহিদুল ইসলামের কাছে এ আসনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন তুলে দেওয়া হয়।
রাশেদ খান মেননকে গত বুধবার বরিশাল-৩ আসনে ১৪ দল জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। পরে গত শুক্রবার তা পরিবর্তন করে তাকে বরিশাল-২ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাশেদ খান মেনন ২৮ বছর পর নিজ জন্মস্থানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিন সকালে রাশেদ খান মেনন বরিশাল নগরের কাউনিয়ার নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় যোগ দেন।
এর আগে সাংবাদিকদের তিনি বলেন, আমরা রাজশাহী-২, সাতক্ষীরা-১ ও বরিশাল-২ নিয়ে তিনটি আসন পেয়েছি। বরিশালের আসন নিয়েও একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। কারণ, তারা আমাকে প্রথমে বরিশাল-৩ এ দিয়েছিল, তারপরে গত পরশু দিন রাত ৮টার সময় আমাকে জানানো হয় বরিশাল-৩ এর পরিবর্তে আমাকে বরিশাল-২ এ দেওয়া হচ্ছে। এ ধরনের বিব্রতকর পরিস্থিতির কারণে আমাদের কর্মীদের মধ্যেও সমস্যা তৈরি হয়, প্রার্থীদের মধ্যেও সমস্যা তৈরি হয়। তারপরও আমি এটা মেনে নিয়ে নির্বাচনে এসেছি।’
তিনি আরও বলেন, আমার বয়স হয়েছে, ৮০ বছর অতিক্রম করেছি এরই মধ্যে। সেদিক থেকে ভেবেছিলাম এবার নির্বাচনে যাব না। কিন্তু পার্টি কোনোভাবেই রাজি হয়নি। পরবর্তীতে দেশের এবং জাতীয় পরিস্থিতি দেখে নির্বাচনে অংশ নিচ্ছি। এ সময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।