সিনিয়র রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শর্ত সাপেক্ষে রাজধানীতে বিজয় র্যালি করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি-৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় র্যালি করবে আওয়ামী লীগ। এতে প্রধান প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পালনের অনুমতি দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
এর আগে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) বিজয় র্যালি করার অনুমতি চেয়ে ইসিতে আবেদন করে মহানগর আওয়ামী লীগ। পরে রবিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সোমবারের (১৮ ডিসেম্বর) বিজয় র্যালি স্থগিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের উদ্যোগে আয়োজিত (১৯ ডিসেম্বর) বিকাল আড়াইটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ পর্যন্ত ‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষে র্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় একদিন পিছিয়ে মঙ্গলবার বিজয় র্যালি করার সিদ্ধান্ত নেয় দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে বিজয় র্যালি’র কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।