ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় নির্বাচন : প্রতীক বরাদ্দ চলছে, আজ থেকেই প্রচারণা শুরু

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • 128

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৭টি নিবন্ধিত দলের প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক বরাদ্দ চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন।

গত রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনে ৩৪৭ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে বৈধ প্রার্থী দাঁড়ায় ১ হাজার ৮৯৬ জনে।

নানা নাটকীয়তার পর রবিবার শরীকদের ৩২টি আসন ছাড় দিয়ে ভোটের মাঠে আসে আওয়ামী লীগ। দলটি ২৯৮টি আসনে প্রার্থী মনোনীত করলেও বর্তমানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬৯ জন। এর মধ্যে ১৪ দলীয় জোটের ৬ জন প্রার্থী নৌকায় নির্বাচন করবেন।

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপাকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। ২৫টি আসনে জাপার প্রার্থীদের কারণে নৌকার মনোনীত প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগ। জাপার এই ২৬ জন প্রার্থী নির্বাচন করবেন লাঙ্গল প্রতীক নিয়ে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

দ্বাদশ জাতীয় নির্বাচন : প্রতীক বরাদ্দ চলছে, আজ থেকেই প্রচারণা শুরু

আপডেট সময় ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২৭টি নিবন্ধিত দলের প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক বরাদ্দ চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন।

গত রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিনে ৩৪৭ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এতে করে বৈধ প্রার্থী দাঁড়ায় ১ হাজার ৮৯৬ জনে।

নানা নাটকীয়তার পর রবিবার শরীকদের ৩২টি আসন ছাড় দিয়ে ভোটের মাঠে আসে আওয়ামী লীগ। দলটি ২৯৮টি আসনে প্রার্থী মনোনীত করলেও বর্তমানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৬৯ জন। এর মধ্যে ১৪ দলীয় জোটের ৬ জন প্রার্থী নৌকায় নির্বাচন করবেন।

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপাকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। ২৫টি আসনে জাপার প্রার্থীদের কারণে নৌকার মনোনীত প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে আওয়ামী লীগ। জাপার এই ২৬ জন প্রার্থী নির্বাচন করবেন লাঙ্গল প্রতীক নিয়ে।