সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) নৌকা প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ১৪ দলীয় জোটের একাধিক বৈঠকের পর অবশেষে সেই আসন ভাগাভাগির হিসাব দিয়েছেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান প্রতীক বরাদ্দের এই ঘোষণা দেন। এ সময় পিরোজপুরের ৩টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকের পর আমির হোসেন আমু আসন সমঝোতার কথা জানিয়ে বলেন, ‘জোটের শরিক দলগুলোর সঙ্গে সাতটি আসনে সমঝোতা হয়েছে। তবে আর একটি আসন বাড়তে পারে। যদি বাড়ে তবে সেটি চট্টগ্রামে দেওয়া হবে। এরপর রবিবার (১৭ ডিসেম্বর) পিরোজপুর-২-এর রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল-১৬(২) এবং ১৬(৩) প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাসের পরিবর্তে আনোয়ার হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আনোয়ার হোসেনকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
উল্লেখ্য- আনোয়ার হোসেন মঞ্জু একাদশ সংসদ নির্বাচনে নিজ দল জেপির প্রতীক সাইকেল নিয়ে ভোটের মাঠে লড়লেও এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।