ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থীরা যদি আন্তরিক না হলে সুষ্ঠ নির্বাচন করা কঠিন: সিইসি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • 268

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায়, আচরণ বিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার প্রচারণা করাসহ ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে হবে। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়েছেন, তারা অবাধ সুষ্ঠ নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠ নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন র্মকর্তারা।

পরে সিইসি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গণআন্দোলনে নিহত ১০ পরিবারের পাশে বিএনপি

প্রার্থীরা যদি আন্তরিক না হলে সুষ্ঠ নির্বাচন করা কঠিন: সিইসি

আপডেট সময় ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর ) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায়, আচরণ বিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার প্রচারণা করাসহ ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। প্রার্থীদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আস্বস্থ করা হয়েছে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে হবে। প্রার্থীরাও প্রতিশ্রুতি দিয়েছেন, তারা অবাধ সুষ্ঠ নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠ নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন র্মকর্তারা।

পরে সিইসি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদেন।