ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের বিজয় শোভাযাত্রা : মিছিল-শ্লোগানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • 43

সিনিয়র রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, বিজয় শোভাযাত্রায় যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। তাদের কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে নিজ নিজ শাখার বা নেতার ব্যানার। এরই মধ্যে নেতাকর্মীদের নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে চারপাশ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি। সে কারণে গত ১৮ ডিসেম্বর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত নির্বাচনি কাজে বাধা আসতে পারে- এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত সোমবার আওয়ামী লীগকে ১৯ শর্তে এ শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিজয় শোভাযাত্রা করছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আহতদের দেখতে শনিবার পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

আ.লীগের বিজয় শোভাযাত্রা : মিছিল-শ্লোগানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মৎস্যভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, বিজয় শোভাযাত্রায় যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখা, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা। তাদের কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে নিজ নিজ শাখার বা নেতার ব্যানার। এরই মধ্যে নেতাকর্মীদের নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে চারপাশ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি। সে কারণে গত ১৮ ডিসেম্বর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত নির্বাচনি কাজে বাধা আসতে পারে- এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত সোমবার আওয়ামী লীগকে ১৯ শর্তে এ শোভাযাত্রার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এদিন সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বিজয় শোভাযাত্রা করছে।