ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র থাকবে না: ওবায়দুল কাদের 

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • 127

সিনিয়র রিপোর্টার : বিএনপির শীর্ষ নেতারা মানুষরূপী দানব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয়, এরা মানুষের নামে দানব। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, দেশের গণতন্ত্র থাকবে না। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে নারী-শিশুসহ চারজন পুড়ে নিহত হয়। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোথায়? বিএনপি খেলায় নেই। তারা পালিয়ে গেছে। সিলেট থেকেও বিএনপি পালিয়ে গেছে। তারা (বিএনপি নেতারা) বলেছিল, আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন তাদের বদলে খেলায় আছেন ১ হাজার ৮৯৬ জন। খেলা হবে ৭ জানুয়ারি। তাদের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, বিএনপির চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না। তারা রেললাইন কেটে দিয়ে, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে-মানুষ হত্যা করছে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনাদেরকেই পুড়তে হবে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আগুনে পুড়ে গেছে। এই কাজ কে করেছে? বিএনপি করেছে।

প্রসঙ্গত- প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষে জেলার আলিয়া মাদ্রাসার মাঠে জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, গণতন্ত্র থাকবে না: ওবায়দুল কাদের 

আপডেট সময় ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : বিএনপির শীর্ষ নেতারা মানুষরূপী দানব উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয়, এরা মানুষের নামে দানব। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে না, দেশের গণতন্ত্র থাকবে না। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এতে নারী-শিশুসহ চারজন পুড়ে নিহত হয়। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোথায়? বিএনপি খেলায় নেই। তারা পালিয়ে গেছে। সিলেট থেকেও বিএনপি পালিয়ে গেছে। তারা (বিএনপি নেতারা) বলেছিল, আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন তাদের বদলে খেলায় আছেন ১ হাজার ৮৯৬ জন। খেলা হবে ৭ জানুয়ারি। তাদের ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, বিএনপির চিহ্ন বাংলাদেশে রাখা যাবে না। তারা রেললাইন কেটে দিয়ে, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে-মানুষ হত্যা করছে। আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনাদেরকেই পুড়তে হবে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আগুনে পুড়ে গেছে। এই কাজ কে করেছে? বিএনপি করেছে।

প্রসঙ্গত- প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষে জেলার আলিয়া মাদ্রাসার মাঠে জনসভার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।