ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য, দুর্নীতি ও অর্থ পাচারের রাশ টানার প্রতিশ্রুতি দিয়ে ২৮দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • 80

অনলাইন ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এতে ১৪৪টি উপধারায় আর্থ-সামাজিক সকল দিক তুলে ধরা হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পার্টির পলিটব্যুরো নুর আহমদ বকুল। সংবাদ সম্মেলন সঞ্চলনা করেন পলিটব্যুরো সদস্য কামরূল আহসান। নুর আহমদ বকুল সাংবাদিকদের জানান, ওয়ার্কার্স পার্টির নিজস্ব প্রতীক হাতুড়ি মার্কায় ২৩ জন প্রার্থী ও জোটের প্রার্থী দুইজন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

২৮ দফার ইশতেহারে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, দুর্নীতি দমনে বিশেষ আদালত গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা, পাচার হওয়া অর্থ ফেরত আনা, ঋণ খেলাপি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, স্থায়ী মজুরি কমিশন গঠন, শ্রমিক-কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ব্যাপারে নির্বাচন কমিশনের অঙ্গীকারকে স্মরণ করিয়ে বলা হয়, এই নির্বাচনে যে কোনো ধরনের ব্যর্থতা বিএনপি- জামায়াতসহ বিদেশি শক্তি ষড়যন্ত্রের পথকে প্রশস্ত করবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত ও ইশতেহার রচনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা শরীফ শামসির।

 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন পূজার ছুটি শেষে

দ্রব্যমূল্য, দুর্নীতি ও অর্থ পাচারের রাশ টানার প্রতিশ্রুতি দিয়ে ২৮দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

আপডেট সময় ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এতে ১৪৪টি উপধারায় আর্থ-সামাজিক সকল দিক তুলে ধরা হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পার্টির পলিটব্যুরো নুর আহমদ বকুল। সংবাদ সম্মেলন সঞ্চলনা করেন পলিটব্যুরো সদস্য কামরূল আহসান। নুর আহমদ বকুল সাংবাদিকদের জানান, ওয়ার্কার্স পার্টির নিজস্ব প্রতীক হাতুড়ি মার্কায় ২৩ জন প্রার্থী ও জোটের প্রার্থী দুইজন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

২৮ দফার ইশতেহারে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, দুর্নীতি দমনে বিশেষ আদালত গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা, পাচার হওয়া অর্থ ফেরত আনা, ঋণ খেলাপি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, স্থায়ী মজুরি কমিশন গঠন, শ্রমিক-কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ব্যাপারে নির্বাচন কমিশনের অঙ্গীকারকে স্মরণ করিয়ে বলা হয়, এই নির্বাচনে যে কোনো ধরনের ব্যর্থতা বিএনপি- জামায়াতসহ বিদেশি শক্তি ষড়যন্ত্রের পথকে প্রশস্ত করবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত ও ইশতেহার রচনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা শরীফ শামসির।