খুলনায় দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- 68
অনলাইন ডেস্ক : খুলনায় উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্থানীয় ব্যুরো অফিসের উদ্যোগে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ইত্তেফাক প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে।’
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) উপদেষ্টা শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, কেআরইউয়ের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামাল পপলু, জ্যেষ্ঠ সাংবাদিক রকিবউদ্দিন পান্নু, আলমগীর হান্নান, মাহবুবুর রহমান মুন্না, রফিউল ইসলাম টুটুল, আনোয়ারুল ইসলাম কাজল, কাজী শামীম আহম্মেদ, শামীমুজ্জামান, শামীম আশরাফ শেলী, আমিনুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, মহানগর যুবলীগ সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, ফিস ফার্ম অ্যান্ড নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফোয়াব) সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় বটিয়াঘাটা সংবাদদাতা শেখ আব্দুল হামিদ, দাকোপ সংবাদদাতা বিধান চন্দ্র ঘোষ, ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।
ট্যাগস