ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ বছর পর শ্বশুর বাড়িতে শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করেনেন স্বজনরা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • 111

অনলাইন ডেস্ক :  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জের লালদীঘি এলাকার ফতেহপুর শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানাও রয়েছেন। দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি গেলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় রংপুর জেলা সফরে এসে দুপুর আড়াইটার সময় পীরগঞ্জের ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার বাড়ি ‘জয় সদনে’ পৌঁছান।
সেখানে পৌঁছে তিনি তার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। কুশল বিনিময় করেন শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে। এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমান। পরে তিনি সড়কপথে বেলা ১১টা ৫৫ মিনিটে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হন এবং সেখানে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত : সেনাপ্রধান

পাঁচ বছর পর শ্বশুর বাড়িতে শেখ হাসিনাকে ফুল দিয়ে বরণ করেনেন স্বজনরা

আপডেট সময় ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

অনলাইন ডেস্ক :  প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রংপুরের পীরগঞ্জের লালদীঘি এলাকার ফতেহপুর শ্বশুরবাড়িতে পৌঁছেছেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ রেহানাও রয়েছেন। দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি গেলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণায় রংপুর জেলা সফরে এসে দুপুর আড়াইটার সময় পীরগঞ্জের ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার বাড়ি ‘জয় সদনে’ পৌঁছান।
সেখানে পৌঁছে তিনি তার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। কুশল বিনিময় করেন শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে। এরপর দুপুরের খাবার গ্রহণ শেষে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বাংলাদেশ বিমান। পরে তিনি সড়কপথে বেলা ১১টা ৫৫ মিনিটে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হন এবং সেখানে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাওয়ার পথে মিঠাপুকুরের জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমানের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখেন।