ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 121

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না। দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। সাংবাদিকদের কোনো সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। এ ঘটনায় আমার দুঃখ প্রকাশের কোনও ভাষা নেই।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে হামলার শিকার আহত সাংবাদিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা করেন।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।

শেখ হাসিনা বলেন, প্রধান বিচারপতির বাড়ি, জাজেস কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত তারা পার পাবে না। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন তিনি।

অনুষ্ঠানে গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না। দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। সাংবাদিকদের কোনো সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। এ ঘটনায় আমার দুঃখ প্রকাশের কোনও ভাষা নেই।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে হামলার শিকার আহত সাংবাদিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা করেন।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি জানে নির্বাচনে অংশ নিলে পরাজিত হবে। তাই ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দেশটি।

শেখ হাসিনা বলেন, প্রধান বিচারপতির বাড়ি, জাজেস কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত তারা পার পাবে না। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন তিনি।

অনুষ্ঠানে গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।