ঢাকা , বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন : ইসি রাশেদা 

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 198

সিনিয়র রিপোর্টার : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের জন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। ভোট দানে কোন ধরনের বিঘ্ন ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‌‘ঘটনা যা ঘটবে, তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসের আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

টিএনজেড কারখানার গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটালো সরকার

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন : ইসি রাশেদা 

আপডেট সময় ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

সিনিয়র রিপোর্টার : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের জন্য একটি গণপ্রতিনিধিত্ব আইন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের ভয়ের কোনো কারণ নেই। ভোট দানে কোন ধরনের বিঘ্ন ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‌‘ঘটনা যা ঘটবে, তাই প্রচার করবেন। সেটা মন্দ হোক, ভালো হোক। আসল ঘটনা তুলে ধরার চেষ্টা করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার বিন মোদাসসের আলী, জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিনসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।