ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী রাসেল বলেছেন : জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • 133

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুর-২ আসনে নৌকার পক্ষে আজ যে গণজোয়ার শুরু হয়েছে, তা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে। এ গণজাগরণ ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, আজকে গাজীপুরে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে। এ ধরনের অন্যায় ও জুলুম সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হচ্ছে।

জাহাঙ্গীরের উদ্দেশে প্রতিমন্ত্রী রাসেল বলেন, আজকে তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছেন। যিনি (আলিম উদ্দিন বুদ্দিন) নিজেই ভূমিদস্যুতা, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। তিনিই নাকি আবার সমাজকে মাদক-সন্ত্রাসমুক্ত করবেন, যা হাস্যকর।  রাসেল বলেন, আমি চাই এ ধরনের খারাপ মানুষের হাত থেকে গাজীপুর-২ আসনকে মুক্ত করতে। সেজন্য ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই।

রোববার বিকালে টঙ্গী সাতাইশ রাজনগর এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রসঙ্গত, গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষ নিয়েছেন। তার নির্বাচনি প্রচারে মুখ্য ভূমিকা রাখছেন জাহাঙ্গীর। গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনেও নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করছেন জাহাঙ্গীর। ওই দুই আসনে নৌকার প্রার্থী যথাক্রমে মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী রাসেল বলেছেন : জাহাঙ্গীরের নেতৃত্বে গাজীপুরে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে

আপডেট সময় ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুর-২ আসনে নৌকার পক্ষে আজ যে গণজোয়ার শুরু হয়েছে, তা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ধরে রাখতে হবে। এ গণজাগরণ ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, আজকে গাজীপুরে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা হচ্ছে। এ ধরনের অন্যায় ও জুলুম সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হচ্ছে।

জাহাঙ্গীরের উদ্দেশে প্রতিমন্ত্রী রাসেল বলেন, আজকে তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছেন। যিনি (আলিম উদ্দিন বুদ্দিন) নিজেই ভূমিদস্যুতা, মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। তিনিই নাকি আবার সমাজকে মাদক-সন্ত্রাসমুক্ত করবেন, যা হাস্যকর।  রাসেল বলেন, আমি চাই এ ধরনের খারাপ মানুষের হাত থেকে গাজীপুর-২ আসনকে মুক্ত করতে। সেজন্য ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই।

রোববার বিকালে টঙ্গী সাতাইশ রাজনগর এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 প্রসঙ্গত, গাজীপুরের সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষ নিয়েছেন। তার নির্বাচনি প্রচারে মুখ্য ভূমিকা রাখছেন জাহাঙ্গীর। গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনেও নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করছেন জাহাঙ্গীর। ওই দুই আসনে নৌকার প্রার্থী যথাক্রমে মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।