ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন না ফেরদৌস আহমেদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • 35

সিনিয়র রিপোর্টার : আগামী ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ বলে মনে করছেন না প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে। উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই। আর উন্নত দেশের জন্য হলেও নৌকা মার্কায় ভোট দেবে সবাই।’

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় নেমে তিনি এসব কথা বলেন।

ফেরদৌস বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের সমস্যা সমধানে কাজ করবো। নির্বাচনী প্রচারণায় এখন যেমন আমি মানুষের কাছে যাচ্ছি, নির্বাচিত হলেও একইভাবে মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনবো।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য করে ফেরদৌস বলেন, ‘সবাই নিজ নিজ উপায়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে আমি আমার প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবছি না।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ফেরদৌস। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে শুধু একটা কথাই বলেছেন, ভোটার বাড়াতে হবে। তোমাকে যেহেতু মানুষ চেনে, তুমি সবার কাছাকাছি যাবে। বিশেষ করে কয়েকটি জায়গার নাম বলে দিয়েছেন আমাকে। যেমন হাজারিবাগ, মধুবাজার, কলাবাগান, নিউমার্কেট। প্রতিটি জায়গায়ই তিনি চেনেন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ধানমন্ডি-৩২ এ বড় হয়েছেন, এই এলাকার কোথায় যেতে হবে, কোথায় গেলে ভোটাররা আসবে। এসব জায়গায় আমি যাচ্ছি। আমি যেতে না পারলে আমার কো-আর্টিস্টদের পাঠাচ্ছি। তারা আমার হয়ে লিফলেট বিতরণ করছে। এভাবেই আপার (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পথ চলছি।

প্রসঙ্গত- চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ফেরদৌস। দলটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ নায়ক।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন না ফেরদৌস আহমেদ

আপডেট সময় ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : আগামী ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াকে চ্যালেঞ্জ বলে মনে করছেন না প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবে। উন্নত বাংলাদেশ দেখতে চায় সবাই। আর উন্নত দেশের জন্য হলেও নৌকা মার্কায় ভোট দেবে সবাই।’

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণায় নেমে তিনি এসব কথা বলেন।

ফেরদৌস বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের সমস্যা সমধানে কাজ করবো। নির্বাচনী প্রচারণায় এখন যেমন আমি মানুষের কাছে যাচ্ছি, নির্বাচিত হলেও একইভাবে মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনবো।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্য করে ফেরদৌস বলেন, ‘সবাই নিজ নিজ উপায়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে আমি আমার প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবছি না।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন ফেরদৌস। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে শুধু একটা কথাই বলেছেন, ভোটার বাড়াতে হবে। তোমাকে যেহেতু মানুষ চেনে, তুমি সবার কাছাকাছি যাবে। বিশেষ করে কয়েকটি জায়গার নাম বলে দিয়েছেন আমাকে। যেমন হাজারিবাগ, মধুবাজার, কলাবাগান, নিউমার্কেট। প্রতিটি জায়গায়ই তিনি চেনেন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেহেতু ধানমন্ডি-৩২ এ বড় হয়েছেন, এই এলাকার কোথায় যেতে হবে, কোথায় গেলে ভোটাররা আসবে। এসব জায়গায় আমি যাচ্ছি। আমি যেতে না পারলে আমার কো-আর্টিস্টদের পাঠাচ্ছি। তারা আমার হয়ে লিফলেট বিতরণ করছে। এভাবেই আপার (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পথ চলছি।

প্রসঙ্গত- চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ফেরদৌস। দলটির বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ নায়ক।