ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিএম কাদের বলেন : জাপা’র অনেক প্রার্থীর ‘হুমকিও’ রয়েছে, তাই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • 147
অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে ‘হুমকিও’ রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অনেকে নির্বাচনে এসে অর্থ কুলাতে পারছেন না, পরিবেশ ভালো নেই, হুমকিও রয়েছে। তাই অনেকে নিজে থেকেই সরে দাঁড়াচ্ছেন। এতে আমাদের দোষ দেওয়া কিছুটা উদ্দেশ্যমূলক। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, এ নির্বাচনে সাধারণভাবে আমার মনে হয় না বিপুল সংখ্যক প্রার্থী সরে দাঁড়াবে। তবে নির্বাচন ভালো হচ্ছে না মনে বেশিরভাগ প্রার্থী সরে দাঁড়ালে আমাদের ওপর একটি চাপ সৃষ্টি হবে। তখন চিন্তা করে দেখতে হবে কী করা যায়। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত খুব বেশি খারাপ বলতে পারছি না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, তবে ভোটারদের আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচন, উপ-নির্বাচনে সবকিছু ভালো ছিল, মানুষ ভোটও দিয়েছে। কিন্তু ভোটের ফলাফলে আমাদের সন্দেহ ছিল। ভোটকেন্দ্র দখল, ফলাফল যেটা হওয়া উচিত ছিল সেটি হয়নি। এখন বাকিটা সামনে দেখার বিষয়। এখন পর্যন্ত তারা বলছে নির্বাচন ঠিক হবে, আগেও বলেছিল। কিছু ভরসা করেই তো নির্বাচনে আসতে হয়।
তিনি বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়েছি। সাধারণভাবে আমরা জানতাম ৩০০ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী আমাদের ছিল না। এখন অনেক প্রার্থী শুধু অভিজ্ঞতা ও পরিচিতির জন্য নির্বাচনে এসেছেন। আমাদের সন্দেহ রয়েছে কিছু কিছু আসনে সমঝোতা কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে প্রার্থীরা সরে দাঁড়াচ্ছে কিনা। এটি সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ, নির্বাচনের পর তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতারা। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিএম কাদের বলেন : জাপা’র অনেক প্রার্থীর ‘হুমকিও’ রয়েছে, তাই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন

আপডেট সময় ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে ‘হুমকিও’ রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, অনেকে নির্বাচনে এসে অর্থ কুলাতে পারছেন না, পরিবেশ ভালো নেই, হুমকিও রয়েছে। তাই অনেকে নিজে থেকেই সরে দাঁড়াচ্ছেন। এতে আমাদের দোষ দেওয়া কিছুটা উদ্দেশ্যমূলক। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, এ নির্বাচনে সাধারণভাবে আমার মনে হয় না বিপুল সংখ্যক প্রার্থী সরে দাঁড়াবে। তবে নির্বাচন ভালো হচ্ছে না মনে বেশিরভাগ প্রার্থী সরে দাঁড়ালে আমাদের ওপর একটি চাপ সৃষ্টি হবে। তখন চিন্তা করে দেখতে হবে কী করা যায়। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত খুব বেশি খারাপ বলতে পারছি না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, তবে ভোটারদের আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়। বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচন, উপ-নির্বাচনে সবকিছু ভালো ছিল, মানুষ ভোটও দিয়েছে। কিন্তু ভোটের ফলাফলে আমাদের সন্দেহ ছিল। ভোটকেন্দ্র দখল, ফলাফল যেটা হওয়া উচিত ছিল সেটি হয়নি। এখন বাকিটা সামনে দেখার বিষয়। এখন পর্যন্ত তারা বলছে নির্বাচন ঠিক হবে, আগেও বলেছিল। কিছু ভরসা করেই তো নির্বাচনে আসতে হয়।
তিনি বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়েছি। সাধারণভাবে আমরা জানতাম ৩০০ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী আমাদের ছিল না। এখন অনেক প্রার্থী শুধু অভিজ্ঞতা ও পরিচিতির জন্য নির্বাচনে এসেছেন। আমাদের সন্দেহ রয়েছে কিছু কিছু আসনে সমঝোতা কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে প্রার্থীরা সরে দাঁড়াচ্ছে কিনা। এটি সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ, নির্বাচনের পর তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতারা।