সিনিয়র রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় মোট ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন চার জন। পুড়েছে ট্রেনসহ ৬টি যানবাহন এবং ৯টি স্থাপনা। যার মধ্যে রয়েছে একটি বৌদ্ধ মন্দির, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয়।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরমধ্যে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে পঞ্চবটি মোড়, ফতুল্লা, নারায়ণগঞ্জে ১টি পিকআপে আগুন দেওয়া হয়। দিনগত রাত ১২টায় চুনারুঘাট হবিগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে, রাত দেড়টায় গাজীপুর সদরে পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়।
রাত ২টা ৪৪ মিনিটে একইসময়ে গাজীপুর টি এন্ড টি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, সাতমাইল, সিলেট দক্ষিণে একটি ট্রাকে এবং লাতুমিয়া ব্রিজ, লালপুর ফেনী সদরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। রাত ২টা ৫০ মিনিটে রামুতে বৌদ্ধ মন্দিরে আগুনের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৪টায় গফরগাঁওয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে, ভোর ৫টায় নিশ্চিন্তপাড়া, চট্টগ্রাম নগরের একটি প্রাথমিক বিদ্যালয়ে এবং ভোর ৫টা ৫০ মিনিটে সীতাকুণ্ড ফকিরাহাট মোস্তফা ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়।
সকাল সাড়ে ৬ টায় ময়মনসিংহের শেরপুরে বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ে, সকাল ৮টায় কালিয়াকৈরে মৌচাক প্রাথমিক বিদ্যালয়ে এবং সোয়া ৯টায় ময়মনসিংহের নান্দাইলে হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুনের ঘটনা ঘটে।