ঢাকা , সোমবার, ১৬ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা-৩ আসনে মুরুব্বীদের আশীর্বাদ নিয়ে বিজয় হতে চায় স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • 258

অনলাইন ডেস্ক :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্র রয়েছে স্বতন্ত্র প্রার্থী। বর্তমান সংসদ সদস্য বা দলীয় প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সরজমিনে নির্বাচনীয় প্রচার প্রচারণায় দেখা যায় বা  সাধারণ ভোটারদের ভাষ্যে এইসব কথা উঠে আসে। ভোটাররা বলছে আগে খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ান আমাদের এমপি ছিলেন তিনি তো এখন নেই আমরা নৌকা আর ধানের শীষ চিনি’না আমাদের পাশে যে থাকবে সব সময় আমরা তাকে ভোট দেবো।
স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথীর ঈগল মার্কার সমর্থনে অনেকেই কাজ করছে আমরা ওনার পাশে আছি কারণ এই ৩ আসনে মহিলা এমপি ছিলেন মনু আপা যাকে আমরা সব সময় পাশে পেতাম। তিনি বলেন শুনেছি প্রমাণও পেয়েছি ফাতেমা জামান সাথীও আপন মনের মানুষ সহজেই মানুষকে আপন করে বুকে টেনে নেয়।
এদিকে আর এক বিএনপি’র ভোটার নাম না বলতে অনিচ্ছুক তিনি বলছে আমরা তো ভোট বর্জন করেছি কেন্দ্রে যেতে চেয়েছিলাম না কিন্তু ঈগল মার্কার ফাতেমা জামান সাথীকে দল-মত নির্বিশেষে আমার পরিবারসহ তাকে ভোট দিতে বলবো। তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সাথী ভাল লোক জয়ের মালা তারই হোক।
খুলনা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত জাতীয় সংসদের ১০১নং আসন। সিটি কর্পোরেশনের ওয়ার্ড-১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আঢ়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়েই খুলনা-৩ আসন। খুলনা-৩ আসনের মোট ভোটার সংখ্যা ২,৪৫,৬৮৩ এর মধ্যে পুরুষ ভোটার: ১,২৪,৪৪৫, নারী ভোটার: ১,২১,২৩৪, হিজড়া ভোটার : ৪ জন।
খুলনা ৩ আসনে ঈগল প্রার্থী ফাতেমা জামান এর মন্তব্যে ভোটারদের ভালোবাসা নিয়েই তিনি বাঁচতে চাই।
তিনি বলেন ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় আর ভোটাররা যদি কেন্দ্রে আসে ভোট দিতে তাহলে আমি একশত ভাগ নিশ্চিত আমার ঈগল মার্কা বেরিয়ে আসবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই জরুরি বৈঠকের ডাক বিশ্ব পরমাণু সংস্থার

খুলনা-৩ আসনে মুরুব্বীদের আশীর্বাদ নিয়ে বিজয় হতে চায় স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী

আপডেট সময় ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক :  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্র রয়েছে স্বতন্ত্র প্রার্থী। বর্তমান সংসদ সদস্য বা দলীয় প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সরজমিনে নির্বাচনীয় প্রচার প্রচারণায় দেখা যায় বা  সাধারণ ভোটারদের ভাষ্যে এইসব কথা উঠে আসে। ভোটাররা বলছে আগে খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ান আমাদের এমপি ছিলেন তিনি তো এখন নেই আমরা নৌকা আর ধানের শীষ চিনি’না আমাদের পাশে যে থাকবে সব সময় আমরা তাকে ভোট দেবো।
স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথীর ঈগল মার্কার সমর্থনে অনেকেই কাজ করছে আমরা ওনার পাশে আছি কারণ এই ৩ আসনে মহিলা এমপি ছিলেন মনু আপা যাকে আমরা সব সময় পাশে পেতাম। তিনি বলেন শুনেছি প্রমাণও পেয়েছি ফাতেমা জামান সাথীও আপন মনের মানুষ সহজেই মানুষকে আপন করে বুকে টেনে নেয়।
এদিকে আর এক বিএনপি’র ভোটার নাম না বলতে অনিচ্ছুক তিনি বলছে আমরা তো ভোট বর্জন করেছি কেন্দ্রে যেতে চেয়েছিলাম না কিন্তু ঈগল মার্কার ফাতেমা জামান সাথীকে দল-মত নির্বিশেষে আমার পরিবারসহ তাকে ভোট দিতে বলবো। তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সাথী ভাল লোক জয়ের মালা তারই হোক।
খুলনা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত জাতীয় সংসদের ১০১নং আসন। সিটি কর্পোরেশনের ওয়ার্ড-১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আঢ়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়েই খুলনা-৩ আসন। খুলনা-৩ আসনের মোট ভোটার সংখ্যা ২,৪৫,৬৮৩ এর মধ্যে পুরুষ ভোটার: ১,২৪,৪৪৫, নারী ভোটার: ১,২১,২৩৪, হিজড়া ভোটার : ৪ জন।
খুলনা ৩ আসনে ঈগল প্রার্থী ফাতেমা জামান এর মন্তব্যে ভোটারদের ভালোবাসা নিয়েই তিনি বাঁচতে চাই।
তিনি বলেন ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় আর ভোটাররা যদি কেন্দ্রে আসে ভোট দিতে তাহলে আমি একশত ভাগ নিশ্চিত আমার ঈগল মার্কা বেরিয়ে আসবে।