ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 86

অনলাইন ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৮টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও একই কেন্দ্রে ভোট প্রদান করেন। সঙ্গে এসেছিলেন ছোট বোন শেখ রেহানা ও ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ফেরদৌসের সঙ্গে এই আসনে মো. বাহারানে সুলতান বাহার-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন, শাহরিয়ার ইফতেখার-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি, হাজি মো. শাহজাহান (জাতীয় পার্টি) লাঙ্গল, কে এম শামসুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে লড়ছেন।

রোববার সকাল ৮টা থেকে সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস বললেন, ’১০-নম্বর পেয়ে গেছি’

  ‘প্রধানমন্ত্রী এসেছিলেন ঠিক ৮টা বাজার ৫ মিনিট আগে। কারণ তিনি কথা দিয়েছিলেন— বুথ ওপেন হলে প্রথম ভোটটা উনি দেবেন। প্রধানমন্ত্রী এসেছেন, তার সঙ্গে এসেছেন তার কন্যা আমাদের পুতুল খালা—দুজন এসে আমাকে ভোট দিয়ে গেলেন। তার মানে আমি ইতোমধ্যে দুটি ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০ কে বানাব ১০-এ- ১০। তো ১০-এ- ১০-এর মধ্যে দুই নম্বর পেয়ে গেলাম। বাকি আট নম্বর ইনশাআল্লাহ আমি আজকে সারা দিনের মধ্যে পেয়ে যাব।’ প্রধানমন্ত্রীর ভোট পেয়ে উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নিজের বিজয়ের ব্যাপারে এভাবেই আশাবাদ ব্যক্ত করেন।  রোববার সকালে ঢাকা সিটি কলেজকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুপালি পর্দা থেকে রাজনীতিতে আসা আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১০ আসনের প্রার্থী ফেরদৌস আহমেদ বিজয়ের ব্যাপারে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ১০-এ ২ নম্বর পেয়ে গেছি। বাকি ৮ নম্বরও পেয়ে যাব।

ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। ঢাকা-১০ আসনের আমি মনোনয়ন পেয়েছি নৌকার পক্ষে, ইতোমধ্যে বাংলাদেশের সব মানুষ জানেন। প্রত্যেকে এটা জানেন কিন্তু অনেকেই এটা জানতেন না, প্রধানমন্ত্রী ও তার পরিবার আমার ভোটার। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে আমি অনেক বেশি ভোট নিয়ে; চেষ্টা করব ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে নৌকার বিজয় নিয়ে যাব সন্ধ্যা নাগাদ। দেখা যাক, সে কথা আমি কতটুকু রাখতে পারি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বগতি : দামে দিশাহারা সাধারণ মানুষ

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী

আপডেট সময় ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৮টায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও একই কেন্দ্রে ভোট প্রদান করেন। সঙ্গে এসেছিলেন ছোট বোন শেখ রেহানা ও ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ফেরদৌসের সঙ্গে এই আসনে মো. বাহারানে সুলতান বাহার-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) টেলিভিশন, শাহরিয়ার ইফতেখার-বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি, হাজি মো. শাহজাহান (জাতীয় পার্টি) লাঙ্গল, কে এম শামসুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে লড়ছেন।

রোববার সকাল ৮টা থেকে সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর ভোট পেয়ে ফেরদৌস বললেন, ’১০-নম্বর পেয়ে গেছি’

  ‘প্রধানমন্ত্রী এসেছিলেন ঠিক ৮টা বাজার ৫ মিনিট আগে। কারণ তিনি কথা দিয়েছিলেন— বুথ ওপেন হলে প্রথম ভোটটা উনি দেবেন। প্রধানমন্ত্রী এসেছেন, তার সঙ্গে এসেছেন তার কন্যা আমাদের পুতুল খালা—দুজন এসে আমাকে ভোট দিয়ে গেলেন। তার মানে আমি ইতোমধ্যে দুটি ভোট পেয়ে গেলাম। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০ কে বানাব ১০-এ- ১০। তো ১০-এ- ১০-এর মধ্যে দুই নম্বর পেয়ে গেলাম। বাকি আট নম্বর ইনশাআল্লাহ আমি আজকে সারা দিনের মধ্যে পেয়ে যাব।’ প্রধানমন্ত্রীর ভোট পেয়ে উচ্ছ্বসিত চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নিজের বিজয়ের ব্যাপারে এভাবেই আশাবাদ ব্যক্ত করেন।  রোববার সকালে ঢাকা সিটি কলেজকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুপালি পর্দা থেকে রাজনীতিতে আসা আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১০ আসনের প্রার্থী ফেরদৌস আহমেদ বিজয়ের ব্যাপারে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ১০-এ ২ নম্বর পেয়ে গেছি। বাকি ৮ নম্বরও পেয়ে যাব।

ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন আমাকে ভোট দিতে। ঢাকা-১০ আসনের আমি মনোনয়ন পেয়েছি নৌকার পক্ষে, ইতোমধ্যে বাংলাদেশের সব মানুষ জানেন। প্রত্যেকে এটা জানেন কিন্তু অনেকেই এটা জানতেন না, প্রধানমন্ত্রী ও তার পরিবার আমার ভোটার। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে আমি অনেক বেশি ভোট নিয়ে; চেষ্টা করব ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে নৌকার বিজয় নিয়ে যাব সন্ধ্যা নাগাদ। দেখা যাক, সে কথা আমি কতটুকু রাখতে পারি।