সিনিয়র রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, আজ (৭ জানুয়ারি) রবিবার বিকাল ৩টা পর্যন্ত অর্থাৎ ভোট শুরুর সাত ঘণ্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে। ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রজশাহীতে ২৬, রংপুর এবং বরিশাল বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছ। এছাড়াও ৭টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে।
জাহাংগীর আলম বলেন, জাল ভোটে সহায়তা করায় এ পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছে।
ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফাটানো হয়েছে। এ তথ্যগুলো আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি।
অসুস্থতাজনিত কারণে দু’জন সহকারী প্রিজাইডিং অফিসার মারা গেছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে শনিবার রাতে দায়িত্বপালনকালে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যজন জামালপুরের দায়িত্বে ছিলেন।