ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে ১৪০ ভোটকেন্দ্রে অনিয়ম, গ্রেপ্তার ৪২

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 129

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১৪০ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এই তালিকা করেছে ইসি।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ইসি সূত্র জানা গেছে, অনিয়ম হওয়া ১৪০টির ভোটকেন্দ্রের মধ্যে ঢাকায় ২০টি, ময়মনসিংহে ১১টি, চট্টগ্রামে ৪৫টি, সিলেটে ১৪টি, খুলনায় ২৪টি, বরিশালে ১৪টি, রংপুরে ৪টি, রাজশাহীতে ৮টি।  

এদিন সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সারাদেশে ১৪০ ভোটকেন্দ্রে অনিয়ম, গ্রেপ্তার ৪২

আপডেট সময় ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ১৪০ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এই তালিকা করেছে ইসি।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ইসি সূত্র জানা গেছে, অনিয়ম হওয়া ১৪০টির ভোটকেন্দ্রের মধ্যে ঢাকায় ২০টি, ময়মনসিংহে ১১টি, চট্টগ্রামে ৪৫টি, সিলেটে ১৪টি, খুলনায় ২৪টি, বরিশালে ১৪টি, রংপুরে ৪টি, রাজশাহীতে ৮টি।  

এদিন সারাদেশে ২৯৯টি আসনে বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। জাল ভোটে সহায়তা করার জন্য ১৫ ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী।

নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।