ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকায় চড়ে বিজয়ী হলেন শাহজাহান ওমর 

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 121

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আ. সালেক বলেন, এই আসনে ৯০টি কেন্দ্র ছিল। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন। বৈধ ভোট পড়েছে ৯৯ হাজার ৮৯০টি। বাতিল হয়েছে ১ হাজার ৪২৫টি।

উল্লেখ্য- শাহজাহান ওমর এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। নাশকতার মামলায় আটক থাকার পর জামিন পেয়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ওই দিনই বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। পরে বিএনপি তাকে বহিষ্কার করে। 

 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নৌকায় চড়ে বিজয়ী হলেন শাহজাহান ওমর 

আপডেট সময় ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আ. সালেক বলেন, এই আসনে ৯০টি কেন্দ্র ছিল। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ১৩ হাজার ১৫ জন। বৈধ ভোট পড়েছে ৯৯ হাজার ৮৯০টি। বাতিল হয়েছে ১ হাজার ৪২৫টি।

উল্লেখ্য- শাহজাহান ওমর এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। নাশকতার মামলায় আটক থাকার পর জামিন পেয়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ওই দিনই বিএনপি থেকে পদত্যাগ করেন তিনি। পরে বিএনপি তাকে বহিষ্কার করে।