সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। এবার নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় নির্বাচনে নবনির্বাচিত এমপি হিসেবে শপথগ্রহণ ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সংসদে বিরোধী দলের নেতা কারা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।
স্বতন্ত্র এমপিরা কোনো জোট করে বিরোধী দল হতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমিতো বলছি, স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মন্ত্রিপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে।