ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল : ড. হাছান মাহমুদ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • 122

সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল। আমরা কোনো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ- নানা ধরনের চাপ ছিল। এসব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারো কোনো চাপ কখনো অনুভব করি না।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি এদিন প্রথম দপ্তরে আসেন।

আওয়মী লীগ সরকারের সামণে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের নানা পারফেশান (ধারণা), ন্যারেটিভ (পটভূমি) থাকে। কিন্তু দিন শেষে সবাই এক সঙ্গে কাজ করব, এটাই মূল বিষয়। সবাই আমাদের নির্বাচন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।তবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে (ইদ্বেঘ) মূল্য দেব।

‌ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই আমাদের সঙ্গে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছে। গত ৫২ বছরে দেশের যে অর্জন, তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল। তাই আমরা পূর্ব-পশ্চিমকে একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।

নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছিল। তাদের মধ্যে নির্বাচনের পর গত ৮ জানুয়ারি একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ভালো একটি নির্বাচন হয়েছে। তখন প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তোমাদের দেশের চেয়ে ভালো হয়েছে? তখন তিনি বলেছেন, আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে।আপনাদের ভালো নির্বাচন হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে

নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল : ড. হাছান মাহমুদ

আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল। আমরা কোনো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ- নানা ধরনের চাপ ছিল। এসব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারো কোনো চাপ কখনো অনুভব করি না।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি এদিন প্রথম দপ্তরে আসেন।

আওয়মী লীগ সরকারের সামণে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের নানা পারফেশান (ধারণা), ন্যারেটিভ (পটভূমি) থাকে। কিন্তু দিন শেষে সবাই এক সঙ্গে কাজ করব, এটাই মূল বিষয়। সবাই আমাদের নির্বাচন সহযোগী। সবাইকে সঙ্গে নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।তবে আমরা সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের কনসার্নগুলোকে (ইদ্বেঘ) মূল্য দেব।

‌ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই আমাদের সঙ্গে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছে। গত ৫২ বছরে দেশের যে অর্জন, তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল। তাই আমরা পূর্ব-পশ্চিমকে একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।

নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছিল। তাদের মধ্যে নির্বাচনের পর গত ৮ জানুয়ারি একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ভালো একটি নির্বাচন হয়েছে। তখন প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তোমাদের দেশের চেয়ে ভালো হয়েছে? তখন তিনি বলেছেন, আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে।আপনাদের ভালো নির্বাচন হয়েছে।