ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিমানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি বিমান ও পর্যটনমন্ত্রীর

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • 55

সিনিয়র রিপোর্টার : ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেন, পর্যটন খাতকে মেলে ধরতে কাজ করা হবে। সেই সাথে বিমানের কারিগরি দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। এ সময় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীরদায়িত্ব পাওয়ার পর তিনি এদিন প্রথম দপ্তরে আসেন।

যাত্রীসেবা, লাগেজ হ্যান্ডেলিং সেবার উন্নতির চেষ্টা করা হবে জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখবো। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরও উন্নতি করা যায় ও কীভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে (গন্তব্য) বিমান যেতে পারে, সেগুলো দেখার চেষ্টা করবো।’

পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সেগুলো দেখবো।’

তার কোনো কর্মপরিকল্পনা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোনো মন্ত্রণালয় কী করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করবো।’

ট্যাগস

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে

বিমানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি বিমান ও পর্যটনমন্ত্রীর

আপডেট সময় ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেন, পর্যটন খাতকে মেলে ধরতে কাজ করা হবে। সেই সাথে বিমানের কারিগরি দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে। এ সময় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীরদায়িত্ব পাওয়ার পর তিনি এদিন প্রথম দপ্তরে আসেন।

যাত্রীসেবা, লাগেজ হ্যান্ডেলিং সেবার উন্নতির চেষ্টা করা হবে জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, ‘আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে, সেগুলো যাতে দ্রুত শেষ হয় সেদিকটা দেখবো। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কীভাবে আরও উন্নতি করা যায় ও কীভাবে আরো নতুন নতুন ডেস্টিনেশনে (গন্তব্য) বিমান যেতে পারে, সেগুলো দেখার চেষ্টা করবো।’

পর্যটন খাতে আমাদের অপার সম্ভাবনা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কীভাবে সেই সম্ভাবনা নিয়ে কাজ করা যায়, সেগুলো দেখবো।’

তার কোনো কর্মপরিকল্পনা আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মপরিকল্পনায় কোনো মন্ত্রণালয় কী করবে সেটি বলা আছে, সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবো। এর বাইরে বিভিন্ন সময় যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো করবো।’