ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আজ মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • 40

আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসেছে। সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নেতৃত্বে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

https://cd90ec1edefec0ad5c67ee032d06290d.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সংবিধান অনুযায়ী, নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়াও নতুন সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণৈ সিদ্ধান্ত এবং মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য- গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।নতুন এই মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসলো আজ। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন তিনি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নুর-গোলাম পরওয়ারসহ ৩০২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

আজ মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক

আপডেট সময় ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসেছে। সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নেতৃত্বে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

https://cd90ec1edefec0ad5c67ee032d06290d.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সংবিধান অনুযায়ী, নতুন বছরের প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হবে। এছাড়াও নতুন সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণৈ সিদ্ধান্ত এবং মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য- গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।নতুন এই মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসলো আজ। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন তিনি।