সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আগামী ৭ ফেব্রুয়ারি প্রথম প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে সম্ভাব্য তিন দিনের সফরে দিল্লি যাবেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রবিবার (১৪ জানুয়ারি) ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান ভারতের এস জয়শঙ্কর। সোমবার (১৫ জানুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরদিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।
সংবাদ সম্মেলনের পর হাছান মাহমুদ বলেন, আমি ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছি। এই সফরটি তিন দিনের হতে পারে। সফরে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি, সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। এসব নিয়ে এখন কাজ চলছে।