ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গুলিতে বিজিবি সদস্য নিহত, নৌ প্রতিমন্ত্রী বললেন ‘বিচ্ছিন্ন ঘটনা’

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • 52

অনলাইন ডেস্ক : যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে বিজিবি সদস্যের এমন মৃত্যুর ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এ কথা বলেন।

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে। এ বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘না, এগুলো আলোচনা হয়নি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তাদের সঙ্গে আমাদের সমুদ্র, নদী এবং স্থলবন্দরের একটা যোগাযোগ এবং সম্পর্ক এই মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। সেই বিষয়গুলো আরও কীভাবে সুন্দর করতে পারি, আরও বেশি সেবা দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমাদের দেশে যে উন্নয়ন, ভারত চায় সেগুলোর সঙ্গী থাকতে। আমরা ভারতকে আরও বিনিয়োগ বাড়াতে বলেছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা করতে যায় এক সপ্তাহের মধ্যে তাদের সব ফর্মালিটি শেষ হয়। আমরা বলেছি, যেহেতু নৌ-পর্যটন শুরু হয়েছে, এরই মধ্যে দুটি যাত্রীবাহী ক্রুজ চলে গেছে কলকাতায়। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে তারা কাজ করবে। এ ব্যাপারে আমরা আরও ভালো সংবাদ পাব।

তিনি বলেন, নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা করেছিল অনেকে। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। যারা শঙ্কার মধ্যে ছিল তারাও সরকারের সঙ্গে আছে। শঙ্কা কেটে গেছে। 

ট্যাগস

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান

গুলিতে বিজিবি সদস্য নিহত, নৌ প্রতিমন্ত্রী বললেন ‘বিচ্ছিন্ন ঘটনা’

আপডেট সময় ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক : যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে বিজিবি সদস্যের এমন মৃত্যুর ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এ কথা বলেন।

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে। এ বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘না, এগুলো আলোচনা হয়নি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু তাদের সঙ্গে আমাদের সমুদ্র, নদী এবং স্থলবন্দরের একটা যোগাযোগ এবং সম্পর্ক এই মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। সেই বিষয়গুলো আরও কীভাবে সুন্দর করতে পারি, আরও বেশি সেবা দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমাদের দেশে যে উন্নয়ন, ভারত চায় সেগুলোর সঙ্গী থাকতে। আমরা ভারতকে আরও বিনিয়োগ বাড়াতে বলেছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা করতে যায় এক সপ্তাহের মধ্যে তাদের সব ফর্মালিটি শেষ হয়। আমরা বলেছি, যেহেতু নৌ-পর্যটন শুরু হয়েছে, এরই মধ্যে দুটি যাত্রীবাহী ক্রুজ চলে গেছে কলকাতায়। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে তারা কাজ করবে। এ ব্যাপারে আমরা আরও ভালো সংবাদ পাব।

তিনি বলেন, নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কা করেছিল অনেকে। কিন্তু প্রধানমন্ত্রী সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। যারা শঙ্কার মধ্যে ছিল তারাও সরকারের সঙ্গে আছে। শঙ্কা কেটে গেছে।