শনিবার জাতির পিতার সমাধিতে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের শ্রদ্ধা নিবেদন
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- 139
গোপালগঞ্জ থেকে শাবনুর খানম : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শনিবার ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মিয়া ও রাজুক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আবুল বাশারের নেতৃত্বে শনিবার দুপুরে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে তারা বঙ্গবন্ধু, ১৫ ই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, রাজুক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আবুল বাশার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান সহ ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের ৬২ টি সংগঠনের সহস্রাধিক নেতা- কর্মী উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে ট্রেড ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ্ রাব্বুল আমালীনের দরবারে মোনাজাত ও দোয়া শেষে ঢাকা থেকে প্রায় দেড় হাজার নেতা-কর্মীদের দুপুরের খাবার পরিবেশন করেন আবুল বাশার রাজুক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি।
ট্যাগস