ঢাকা , বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বিশ্বের সব দেশ : পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • 85

সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজকরতে চায় বিশ্বের সব দেশ।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৯৯৪ সালে ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নৃশংস হত্যাকাণ্ডের স্মরণ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে গত ৭ জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধির উপস্থিতি এটাই প্রমাণ করে যে, (তারা) সরকার নয়, সংসদকেও বৈধতা দিয়েছে। ফলে বার্তা স্পষ্ট। বিশ্বের সব দেশেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজকরতে চায়।’

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন ও সরকারকে নিয়ে নানা অভিযোগ তুলে বিএনপি যেসব চিঠি পাঠিয়েছে, তাতে কোনো লাভ হয়নি। জাতিসংঘের কোন অধীনস্থ কর্মকর্তা কি বলল, তাতে কিছু যায় আসে না। জাতিসংঘ প্রধান চিঠি দিয়ে সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন।’

প্রসঙ্গত- নতুন মন্ত্রিসভা গঠনের পর মঙ্গলবার শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। প্রথম অধিবেশনের শুরুর দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সংসদে উপস্থিত হয়েছিলেন। 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতে মিটল ১০ বছরের আক্ষেপ : জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বিশ্বের সব দেশ : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজকরতে চায় বিশ্বের সব দেশ।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর লালবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৯৯৪ সালে ৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নৃশংস হত্যাকাণ্ডের স্মরণ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে গত ৭ জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংসদের প্রথম অধিবেশনে ৮০ দেশের প্রতিনিধির উপস্থিতি এটাই প্রমাণ করে যে, (তারা) সরকার নয়, সংসদকেও বৈধতা দিয়েছে। ফলে বার্তা স্পষ্ট। বিশ্বের সব দেশেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কাজকরতে চায়।’

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন ও সরকারকে নিয়ে নানা অভিযোগ তুলে বিএনপি যেসব চিঠি পাঠিয়েছে, তাতে কোনো লাভ হয়নি। জাতিসংঘের কোন অধীনস্থ কর্মকর্তা কি বলল, তাতে কিছু যায় আসে না। জাতিসংঘ প্রধান চিঠি দিয়ে সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন।’

প্রসঙ্গত- নতুন মন্ত্রিসভা গঠনের পর মঙ্গলবার শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। প্রথম অধিবেশনের শুরুর দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সংসদে উপস্থিত হয়েছিলেন।