ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 66

সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে ৯৫ জনের মতো বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

এদিন সকালে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হবে- আকাশ পথে না সড়ক পথে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগেও ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল, তখন আকাশপথে তাদের ফেরত পাঠানো হয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাব।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন। আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়। সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।

ট্যাগস

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান

বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমারে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে ৯৫ জনের মতো বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

এদিন সকালে মিয়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, তারা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের কোন প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হবে- আকাশ পথে না সড়ক পথে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগেও ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল, তখন আকাশপথে তাদের ফেরত পাঠানো হয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাব।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন। আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়। সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।