ঢাকা , শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমায় আজ বাদ আছর শতাধিক যৌতুক বিহীন বিয়ে পড়ানো হবে  

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
  • 126

অনলাইন ডেস্ক  : তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার বিশেষ আকর্ষণ যৌতুক বিহীন বিয়ের অনুষ্ঠান। ইজতেমার দ্বিতীয় পর্বে সাদ গ্রুপের আয়োজনেও থাকছে শতাধিক বিয়ের আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও রেওয়াজ অনুযায়ী টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ শনিবার বাদ আছর ইজতেমা ময়দানে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রাঃ) ও হযরত আলী (রাঃ) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে শতাধিক বিয়ে পড়ানো হবে। সাদ গ্রুপের মিডিয়া পার্সন মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিয়ের জন্য বর ও কনের নাম লিপিবদ্ধ করা হবে আছর নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। বিয়ের আগে বাদ আছর বিয়ের খুৎবা প্রদান শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে বয়ান মঞ্চের কাছে বরের দল ছাড়াও উৎসুক মুসল্লীরা উপস্থিত থাকবেন। 

বিয়েতে কনেরা উপস্থিত না থাকলেও শতাধিক বর ও বর-কনের অবিভাবকদের উপস্থিতিতে যৌতুক বিহীন বিয়ের আয়োজনটি ইসলামি কায়দায় জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে। নূন্যতম দেনমোহরে এ বিয়ের আয়োজন শেষে উপস্থিত আশপাশের মুসল্লীদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়। কনের সম্মতি এবং কনেদের অনুপস্থিতিতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বর এবং বর-কনের অভিভাবকদের স্বাক্ষীতে বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ানো শেষে নব দম্পতিদের ভালোর জন্য দোয়া করে থাকেন উপস্থিত লাখ লাখ মুসল্লী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

ইজতেমায় আজ বাদ আছর শতাধিক যৌতুক বিহীন বিয়ে পড়ানো হবে  

আপডেট সময় ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক  : তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার বিশেষ আকর্ষণ যৌতুক বিহীন বিয়ের অনুষ্ঠান। ইজতেমার দ্বিতীয় পর্বে সাদ গ্রুপের আয়োজনেও থাকছে শতাধিক বিয়ের আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও রেওয়াজ অনুযায়ী টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ শনিবার বাদ আছর ইজতেমা ময়দানে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রাঃ) ও হযরত আলী (রাঃ) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকে শতাধিক বিয়ে পড়ানো হবে। সাদ গ্রুপের মিডিয়া পার্সন মোহাম্মদ সায়েম জনকণ্ঠকে আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিয়ের জন্য বর ও কনের নাম লিপিবদ্ধ করা হবে আছর নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। বিয়ের আগে বাদ আছর বিয়ের খুৎবা প্রদান শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে বয়ান মঞ্চের কাছে বরের দল ছাড়াও উৎসুক মুসল্লীরা উপস্থিত থাকবেন। 

বিয়েতে কনেরা উপস্থিত না থাকলেও শতাধিক বর ও বর-কনের অবিভাবকদের উপস্থিতিতে যৌতুক বিহীন বিয়ের আয়োজনটি ইসলামি কায়দায় জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হবে। নূন্যতম দেনমোহরে এ বিয়ের আয়োজন শেষে উপস্থিত আশপাশের মুসল্লীদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়। কনের সম্মতি এবং কনেদের অনুপস্থিতিতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বর এবং বর-কনের অভিভাবকদের স্বাক্ষীতে বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ানো শেষে নব দম্পতিদের ভালোর জন্য দোয়া করে থাকেন উপস্থিত লাখ লাখ মুসল্লী।