ঢাকা , রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ শুরু

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • 105

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্মীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ চলছে। এতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন (লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম (ট্রাক) ও মেহেদী মাহমুদ রেজা (ঈগল)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে ভোর ৫টায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সমন্বয়ে গঠিত এই আসন। ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন। হিজড়া ভোটার ১ জন। ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। নির্বাচনে ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। ৭১টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪০২টি এবং অস্থায়ী ২৮টি। ভোটের দিন ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ভোট স্থগিত করা হয়। পরে গত ৮ জানুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেছেন, বিগত ৭ জানুয়ারির মতো এই নির্বাচন যথেষ্ট সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। 

প্রসঙ্গত- স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুজনিত কারণে গত ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।  

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ শুরু

আপডেট সময় ১২:০১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্মীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ চলছে। এতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন (লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম (ট্রাক) ও মেহেদী মাহমুদ রেজা (ঈগল)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে ভোর ৫টায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। ১৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সমন্বয়ে গঠিত এই আসন। ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন। হিজড়া ভোটার ১ জন। ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। নির্বাচনে ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন। ৭১টি ভোট কেন্দ্রে স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪০২টি এবং অস্থায়ী ২৮টি। ভোটের দিন ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ভোট স্থগিত করা হয়। পরে গত ৮ জানুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি ভোট হচ্ছে।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেছেন, বিগত ৭ জানুয়ারির মতো এই নির্বাচন যথেষ্ট সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। 

প্রসঙ্গত- স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুজনিত কারণে গত ৭ জানুয়ারির নির্বাচনে এই আসনের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।