ঢাকা , রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই : ওবায়দুল কাদের

  • ডেস্ক :
  • আপডেট সময় ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 55

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অবাধ-সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হয়েছে। ভোটার উপস্থিতিও ভালো ছিল। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টি সংসদের কার্যক্রম শুরু করেছে। যাঁরা প্রয়োজন মনে করলে সরকারের সমালোচনা করতে পারেন। যার ফলে দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সতর্ক পাহারায় আছি। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র, সন্ত্রাসমূলক কার্যক্রম করে সেটা আমরা অবশ্যই প্রতিরোধ করবো। তৎপরতা করে সেটা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। আমাদের উদ্বেগ নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। মূল দল আওয়ামী লীগ, আমাদের কোনো নেতা, কোনো কর্মী, এ যাবৎকালে এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।’

বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ এবং বাকশাল-২ কায়েম করা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এ রকম কোনো চিন্তা করিনি। তারা নিজেরাই করছে। এছাড়া বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা নেই। বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি মুখে যা বলেছে তা করে দেখাতে পারেনি। বিএনপিকে নিষিদ্ধ করার কথা ছাত্রলীগ বা যুবলীগের কেউ বললেও মূল আওয়ামী লীগের কোনো নেতা এ ধরনের বক্তব্য দেননি।’ 

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলাসহ ১৩ জন সদস্য নিয়ে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সংসদে আগে দেখতে দিন।’ 

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ট্যাগস

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা

দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই : ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অবাধ-সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হয়েছে। ভোটার উপস্থিতিও ভালো ছিল। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টি সংসদের কার্যক্রম শুরু করেছে। যাঁরা প্রয়োজন মনে করলে সরকারের সমালোচনা করতে পারেন। যার ফলে দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোনো বাধা নেই।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সতর্ক পাহারায় আছি। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র, সন্ত্রাসমূলক কার্যক্রম করে সেটা আমরা অবশ্যই প্রতিরোধ করবো। তৎপরতা করে সেটা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব। আমাদের উদ্বেগ নেই, এটা নিয়ে কোনো চিন্তাও নেই। মূল দল আওয়ামী লীগ, আমাদের কোনো নেতা, কোনো কর্মী, এ যাবৎকালে এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।’

বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ এবং বাকশাল-২ কায়েম করা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এ রকম কোনো চিন্তা করিনি। তারা নিজেরাই করছে। এছাড়া বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা নেই। বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি মুখে যা বলেছে তা করে দেখাতে পারেনি। বিএনপিকে নিষিদ্ধ করার কথা ছাত্রলীগ বা যুবলীগের কেউ বললেও মূল আওয়ামী লীগের কোনো নেতা এ ধরনের বক্তব্য দেননি।’ 

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলাসহ ১৩ জন সদস্য নিয়ে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সংসদে আগে দেখতে দিন।’ 

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।