ঢাকা , মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • 101

সিনিয়র রিপোর্টার : ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেলেন ১৪ জন কর্মকর্তা। তাদের মধ্যে চারজনকে নিয়মিত এবং বাকি ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে চার কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি খন্দকার লুৎফুল কবির, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাসুদুর রহমান ভূঞা ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারি হিসেবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- ঢাকা পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম, ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়া, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি কুসুম দেওয়ান, ঢাকা পুলিশ টেলিকমের ডিআইজি বশির আহম্মদ, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আনোয়ার হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংস্কার শেষে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন : উপদেষ্টা নাহিদ

অতিরিক্ত আইজিপি হলেন ১৪ কর্মকর্তা

আপডেট সময় ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

সিনিয়র রিপোর্টার : ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেলেন ১৪ জন কর্মকর্তা। তাদের মধ্যে চারজনকে নিয়মিত এবং বাকি ১০ জনকে সুপার নিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে চার কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের ডিআইজি খন্দকার লুৎফুল কবির, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাসুদুর রহমান ভূঞা ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ১০ কর্মকর্তাকে সুপার নিউমারারি হিসেবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদান করা হয়। তারা হলেন- ঢাকা পুলিশ টেলিকমের ডিআইজি এ কে এম শহিদুর রহমান, ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম, ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়া, চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি কুসুম দেওয়ান, ঢাকা পুলিশ টেলিকমের ডিআইজি বশির আহম্মদ, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আনোয়ার হোসেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার ও খ. মহিদ উদ্দিন এবং রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।