ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন : রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • 138

অনলাইন ডেস্ক :  বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ইতোমধ্যে ভারতের রপ্তানি আদেশের চিঠি ইস্যু হয়েছে। রমজানের আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে।  সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাজারে মনিটরিং শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য দেয়া হবে। প্রতিটি জেলা থেকে ১টি করে পণ্য বাছাই এবং সেই পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে সহযোগিতা দেয়া হবে। সেইসঙ্গে পণ্যের কারিগরকে স্বীকৃতি দেয়া হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন : রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ

আপডেট সময় ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

অনলাইন ডেস্ক :  বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ইতোমধ্যে ভারতের রপ্তানি আদেশের চিঠি ইস্যু হয়েছে। রমজানের আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে।  সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাজারে মনিটরিং শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য দেয়া হবে। প্রতিটি জেলা থেকে ১টি করে পণ্য বাছাই এবং সেই পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে সহযোগিতা দেয়া হবে। সেইসঙ্গে পণ্যের কারিগরকে স্বীকৃতি দেয়া হবে।