ঢাকা , সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সাকিবের ৮ ধাপ উন্নতি, নাসুমের বড় লাফ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • 47

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই পারফরম্যান্সের কারণে এবার বোলিং র্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি হলো বাংলাদেশ অধিনায়কের। উন্নতির পর সাকিবের অবস্থান ষোলোতে।

সাকিবের ৮ ধাপ উন্নতি হলেও বড় লাফ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ১৩ ধাপ এগিয়ে এই বাঁহাতি স্পিনার অবস্থান করছেন ৩৩তম স্থানে। তার ঠিক আগে আছেন ডানহাতি পেস বোলার তাসকিন আহমেদ। সাকিবের রেটিং পয়েন্ট ৬১৬ আর নাসুমের ৫৫০। সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাব সাকিবের সঙ্গ অবস্থান করছেন শাহীন শাহ আফ্রিদি।

সিরিজের ২ ম্যাচে ৪২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন সাকিব। সমান ম্যাচে নাসুম পেয়েছেন ৩৫ রান দিয়ে ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও নাসুম কৃপণ বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি।

এদিকে এই সিরিজে মাত্র ১ উইকেট পেলেও শীর্ষস্থানেই আছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। সর্বোচ্চ ৭১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে আছেন। ৭০০ এর উপরে আর কোনো বোলারের নেই। ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন জশ হ্যাজলউড।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শিগগিরই ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার

সাকিবের ৮ ধাপ উন্নতি, নাসুমের বড় লাফ

আপডেট সময় ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। সেই পারফরম্যান্সের কারণে এবার বোলিং র্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি হলো বাংলাদেশ অধিনায়কের। উন্নতির পর সাকিবের অবস্থান ষোলোতে।

সাকিবের ৮ ধাপ উন্নতি হলেও বড় লাফ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ১৩ ধাপ এগিয়ে এই বাঁহাতি স্পিনার অবস্থান করছেন ৩৩তম স্থানে। তার ঠিক আগে আছেন ডানহাতি পেস বোলার তাসকিন আহমেদ। সাকিবের রেটিং পয়েন্ট ৬১৬ আর নাসুমের ৫৫০। সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাব সাকিবের সঙ্গ অবস্থান করছেন শাহীন শাহ আফ্রিদি।

সিরিজের ২ ম্যাচে ৪২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন সাকিব। সমান ম্যাচে নাসুম পেয়েছেন ৩৫ রান দিয়ে ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও নাসুম কৃপণ বোলিং করেছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি।

এদিকে এই সিরিজে মাত্র ১ উইকেট পেলেও শীর্ষস্থানেই আছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। সর্বোচ্চ ৭১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে আছেন। ৭০০ এর উপরে আর কোনো বোলারের নেই। ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন জশ হ্যাজলউড।