অনলাইন ডেস্ক : সেবা সৌহার্দ ও সুনাগরিকত্ব এই স্লোগান কে নিয়ে বাংলাদেশে ৬২ বছর ধরে চলমান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও সেবাধর্মী ক্লাব এপেক্স বাংলাদেশ এর ৪৮তম জাতীয় কনভেনশন শুক্রবার দ্বীনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে অবস্থিত হোটেল সেন্ট্রাল ইন এর বলরুমে অনুষ্ঠিত এই কনভেনশন এ সভাপতিত্ব করেন পিডিজি-৭ এপে নাসিম আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্ততা করেন এপেক্স ক্লাব অব ঢাকার পরিচালক ও বাংলা একাডেমীর আজীবন সদস্য এপেক্সিয়ান খান আকতারুজ্জামান।
শুক্রবার এপেক্স বাংলাদেশ এর আয়ত্বাধীন ১৩০ টি ক্লাব থেকে এপেক্সিয়ানবৃন্দ এই কনভেনশন এ অংশগ্রহন করেন। অতীত সভাপতি এপে রুহুল মইন চৌধুরী কর্তৃক শপথ বাক্য পাঠ করার মাধ্যমে জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন এপে ড. এস এম হাসান আলী। এরপর পর্যায়ক্রমে এপে রুহুল মইন চৌধুরীর মাধ্যমে জাতীয় বোর্ড এর অন্যান্য পরিচালকবৃন্দ ও জেলা গভর্নরবৃন্দ শপথ গ্রহন করেন। এতে এনভিপি এপে মনিরুল ইসলাম পান্না, এনআইআরডি এপে জিমান, এনওয়াইসিডি এপে তুহিন, এনএসডি এপে আরমান, এনএডি এপে সুপংকর, এনইডি এপে আদনান দায়িত্ব গ্রহন করেন। এপেক্স ক্লাব অব নারায়নগঞ্জ এর অতীত সভাপতি ও এপেক্স বাংলাদেশ এর পিডিজি-১, পিএনআইআরডি এপে শরীফ উদ্দীন ভুইয়ার সমাপনি বক্তব্যের মাধ্যমে এই জাতীয় কনভেনশন শেষ হয়।