ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতে রমজানের আগেই খাদ্য পণ্যের বিশেষ মূল্য ছাড়

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 61

অনলাইন ডেস্ক :  মহিমান্বিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে প্রতিবছরের মতো এবারো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই সাধারণ ক্রেতাদের জন্য খাদ্য পণ্যের বিশেষ মূল্য ছাড় দিয়েছেন আরব আমিরাতের ব্যবসায়ীরা। আগামী ১২ মার্চ প্রথম রমজান শুরু হতে পারে। রমজানকে উপলক্ষ করে আমিরাতের রিটেইলার শপিংমলগুলো নিত্যপণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতায় নেমেছেন। প্রকারভেদে ১০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়  দিয়েছেন ব্যবসায়ীরা। 

আমিরাতের বড় শপিংমল লুলু হাইপার মার্কেট,নেস্তটো, কেরিফোর, আবুধাবি কো-অপারেটিভ, শারজাহ কো-অপারেটিভ, বানিয়াছ কো-অপারেটিভ, আল মদিনা ও রামিজ হাইপার মার্কেটে মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে। 

শপিংমলের সামনে সাজিয়ে রাখা হয়েছে নামি-দামি ব্রান্ডের গাড়ি। ২০০ দিরহামের পণ্য কিনলে পাচ্ছেন ডিসকাউন্ট কার্ডসহ ড্র টিকেট।  আসন্ন রমজানে খুচরা পর্যায়ে নয়টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এসব পণ্যের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। 

পণ্যগুলো হলো—রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি ও আটা। এসব পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগ পেলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। বন্ধ হতে পারে ব্যবসায়িক লাইসেন্স।  অর্থ মন্ত্রণালয়ের মূল্য পর্যবেক্ষণ বিভাগের  কর্মকর্তা বলেছেন, পণ্যের দাম নির্ধারণ নীতি বাজার নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ। রমজান উপলক্ষে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে।

আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি নামের এই কর্মকর্তা আরও বলেছেন, ভোক্তাদের সব প্রয়োজনীয়তা পূরণে বদ্ধপরিকর আমরা। ক্রেতাদের যাতে অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে না হয় এবং তারা প্রয়োজন মেটাতে পারেন, তা নিশ্চিত করতে চাই আমরা।

ট্যাগস

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক ফৌজিয়া খানকে অভিনন্দন জানিয়েছেন লায়ন খান আকতারুজ্জামান

আমিরাতে রমজানের আগেই খাদ্য পণ্যের বিশেষ মূল্য ছাড়

আপডেট সময় ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

অনলাইন ডেস্ক :  মহিমান্বিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে প্রতিবছরের মতো এবারো রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই সাধারণ ক্রেতাদের জন্য খাদ্য পণ্যের বিশেষ মূল্য ছাড় দিয়েছেন আরব আমিরাতের ব্যবসায়ীরা। আগামী ১২ মার্চ প্রথম রমজান শুরু হতে পারে। রমজানকে উপলক্ষ করে আমিরাতের রিটেইলার শপিংমলগুলো নিত্যপণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতায় নেমেছেন। প্রকারভেদে ১০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়  দিয়েছেন ব্যবসায়ীরা। 

আমিরাতের বড় শপিংমল লুলু হাইপার মার্কেট,নেস্তটো, কেরিফোর, আবুধাবি কো-অপারেটিভ, শারজাহ কো-অপারেটিভ, বানিয়াছ কো-অপারেটিভ, আল মদিনা ও রামিজ হাইপার মার্কেটে মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে। 

শপিংমলের সামনে সাজিয়ে রাখা হয়েছে নামি-দামি ব্রান্ডের গাড়ি। ২০০ দিরহামের পণ্য কিনলে পাচ্ছেন ডিসকাউন্ট কার্ডসহ ড্র টিকেট।  আসন্ন রমজানে খুচরা পর্যায়ে নয়টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এসব পণ্যের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। 

পণ্যগুলো হলো—রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি ও আটা। এসব পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগ পেলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। বন্ধ হতে পারে ব্যবসায়িক লাইসেন্স।  অর্থ মন্ত্রণালয়ের মূল্য পর্যবেক্ষণ বিভাগের  কর্মকর্তা বলেছেন, পণ্যের দাম নির্ধারণ নীতি বাজার নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ অংশ। রমজান উপলক্ষে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে।

আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি নামের এই কর্মকর্তা আরও বলেছেন, ভোক্তাদের সব প্রয়োজনীয়তা পূরণে বদ্ধপরিকর আমরা। ক্রেতাদের যাতে অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে না হয় এবং তারা প্রয়োজন মেটাতে পারেন, তা নিশ্চিত করতে চাই আমরা।