দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ৩ নং ওয়াডের প্রবাসী খান আরিজুল ইসলাম ইস্তিকের সম্পত্তি গ্রাস করতে একটি অশুভ শক্তি পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, দিঘলিয়া ৩৭২৪ মৌজার ১৮৯৬ নং খতিয়ানে ০.৩৫১২৫ একর জমি নিজ নামে ক্রয় করে, বিদ্যুৎ ও ফোন সংযোগ আছে তার ছাড়াও তার নিজস্ব পরিবার সহ বাড়ির পরিভাষ সহ সিকিউরিটি গার্ড ও নলকুপ বসিয়ে দির্ঘ্যদিন বসবাস করে আসছেন। কিন্তু কিছু নিকট আত্মীয় জোর পূর্বক ওয়ারিশ সুএে জমি পাবে বলে, অসন্তোষ সৃষ্টি করছে।
তাই এ সম্পত্তি নিষ্পত্তি করার লক্ষে খুলনা জেলা জজ ১ম আদালতের মাধ্যমে নিষ্পত্তির আবেদন করা হয়। কিন্তু ঐ চক্রটি সন্ত্রাসী ও অসত চরিত্রের লোকজন নিয়ে সম্পত্তি দখল ও জীবন নাশের হুমকি ও মিথ্যা মামলা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। তদন্ত কালে আরো জানা যায়, প্রবাসী খান আরিজুল ইসলাম ইস্তিকের দখলিয় সম্পত্তিতে শান্তিপূর্ণ ভাবে বসবাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তারা গত ১৮ এপ্রিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ প্রদান করেন।
২৬/৭/২০২২ তারিখে প্রবাসী খান আর ঈদুল ইসলাম ইস্টিকের অ্যাডভোকেট কমিশনার প্রতিবেদন রিপোর্ট ৩০১০ ২০২৩ তারিখের জমা আছে বিজ্ঞ যুগ্নু জেলা জজ প্রথম আদালত খুলনা, যাহা বিচারদিন পরবর্তী তারিখ ২ /৪ ২০২৪, এ বিষয়ে আইন ও বিচার বিভাগের সচিব বরাবর ৫/৩/২০২৪ তারিখে লিখিত আবেদন দিয়েছেন যাহার সারক নং ৬৪৪ তারিখ ১০/৩/২৪ সচিব দপ্তর থেকে উপসচিব (প্রশাসন -১) কে সেখান থেকে বিচার শাখা ৫ ডায়েরি নং-৬৬৩ তারিখ-১৮-০৩-২৪ইং প্রেরণ করেছেন দৌলতপুর সহকারী জজ আদালতে পেনশন মামলা ২৩/২২ ,২৪/২২ ও ২৫/২২, ধার্য তারিখ ২১/৩/ ২০২৪ বিচারাধীন রয়েছে বাড়ির সম্পত্তি উক্ত অশুভ শক্তির গ্রাস থেকে পরিবারের জানমাল ও ভিটে-মাটি রক্ষার্থে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।