ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • 126

অনলাইন ডেক্সবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য এসে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

এর আগে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নিহত আলিফের চট্টগ্রামের বাড়িতে মাতম

আবারও বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য

আপডেট সময় ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

অনলাইন ডেক্সবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য এসে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

এর আগে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।