ঢাকা , শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বার্বিপ্রেমীরা চাইলে ঘুরে আসতে পারেন বিশ্বের ৯ গোলাপি স্থানে

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • 210

বার্বি ডল পছন্দ করেন কমবেশি সব নারীই। এমনকি নিজেদেরকে বার্বির মতোই দেখতে চান তারা। সম্প্রতি বার্বি সিনেমার প্রচার চলছে বিশ্বজুড়েই। বাংলাদেশেও বড় পর্দায় বার্বি সিনেমাটি দেখতে ভিড় করছেন বার্বি লাভাররা। শুধু নারীরা নয় অনেক পুরুষরাও কিন্তু বার্বির ফ্যান।

আর বার্বি লাভারদের পছন্দ গোলাপি রং। যাদের এই রঙের প্রতি ফেসিনেশন আছে, তারা চাইলে বিশ্বের এমন কিছু স্থানে ঘুরে আসতে পারেন যেখানে গিয়ে বার্বিল্যান্ডের মতো ফিল পাবেন-

লেক হিলিয়ার, পশ্চিম অস্ট্রেলিয়া

এই লেক দেখলে আপনি বিস্মিত হবেনই! গোলাপিরঙা এই হৃদ দেখতে বিশ্বের বিভিন্ন স্থানে পর্যটকরা ছুটে যান অস্ট্রেলিয়ায়। তবে কেন এই লেকের রং গোলাপি তা কারো জানা নেই।

যদিও বেশিরভাগ গবেষক একমত যে, সম্ভবত ডুনালিয়েলা স্যালিনা নামক এক প্রজাতির শৈালের কারণে লেকটি গোলাপিরঙা হয়ে উঠেছে। তবে যাই হোক না কেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।

লা মুরাল্লা রোজা, স্পেন

এটি বিশ্বের সবচেয়ে আিইকনিক গোলাপি স্থানগুলোর মধ্যে একটি। স্পেনের কেল্পে অবস্থিত একটি অত্যাধুনিক গোলাপি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এটি। ১৯৬৮ সালে স্প্যানিশ স্থপতি রিকার্ডো বোফিল এই ভবনের ডিজাইন করেন।

হাওয়া মহল, ভারত
ভারতের অন্যতম গোলাপি স্থান হলো হাওয়া মহল বা দ্য প্যালেস অব উইন্ডস। জয়পুরের অন্যতম জনপ্রিয় এক স্থান এটি। ভারত ভ্রমণে কমবেশি সবাই ঘুরে আসেন হাওয়া মহলে।

পিংক স্যান্ড বিচ, বাহামাস
গোলাপি বালি দেখতে হলে যেতে হবে বাহামাসের এই বিচে। সেখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। পিংক স্যান্ড বিচের পুরোটাই একটি রিসোর্টের অন্তর্ভুক্ত। তিন মাইলজুড়ে পরিষ্কার পানি ও গোলাপি বালিতে আপনি স্বর্গীয় অনুভূতি পাবেন সেখানে গেলে।

দ্য রয়্যাল হাওয়াইয়ান, হনলুলু
হনলুলুর ওয়াইকিকি সমুদ্রসৈকতে গেলে অবশ্যই সেখানকার দ্য রয়্যাল হাইওয়াইন নামক গোলাপি হোটেলে রাত কাটাতে ভুলবেন না। এটি বর্বির স্বপ্নের বাড়ির মতোই সুন্দর। সেখানে প্রতি সপ্তাহে অতিথিরা আহা আইনা নামক ঐতিহ্যবাহী হাওয়াইয়ান ভোজে অংশ নিতে জড়ো হন।

ক্রেইগিভার ক্যাসেল, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের গোলাপিরঙা এই দুর্গ আপনাকে বাস্তবের বার্বিল্যান্ডের অনুভূতি দেবে। ১৭ শতকের এই দুর্গ আজও নতুনের মতো। ইতিহাসপ্রেমীরা ভিড় করেন সেখানে।

তাংসি সমুদ্রসৈকত, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার তাংসি সমুদ্রসৈকত বিশ্বের ১০টি সমুদ্রসৈকতের মধ্যে অন্যতম। গোলাপিরঙা বালি দেখতে সেখানে ভিড় করেন সমুদ্রপ্রেমীরা।

তান দিন চার্ট, হো চি মিন সিটি
বার্বিল্যান্ডের পুরোপুরি অনুভূতি পেতে আপনি ঘুরে আসতে পারেন হো চি মিন সিটির তান দিন চার্চে। ভিয়েতনামের বৃহত্তম মহানগরীর ধূসর পটভূমিতে অবস্থিত এই ক্যাথলিক চার্চ। এই চার্চের উজ্জ্বল গোলাপি রং ও কারুকাজ দেখার মতো।

মাউন্ট ফুজির চেরির রাজ্য
জাপানের মাউন্ট ফুজির সৌন্দর্য বিশ্বব্যাপী সমাদৃত। সেখানকার গোলাপি চেরি ফুল পর্যটকদের বার্বিল্যান্ডের অনুভূতি দেয়। তবে সব সময় নয়, এপ্রিলে গেলে মাউন্ট ফুজিতে চেরি ফুলের সৌন্দর্য চোখে পড়বে। সেখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে চেরি ব্লোসম ফেস্টিভ্যালে যোগ দিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে

বার্বিপ্রেমীরা চাইলে ঘুরে আসতে পারেন বিশ্বের ৯ গোলাপি স্থানে

আপডেট সময় ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

বার্বি ডল পছন্দ করেন কমবেশি সব নারীই। এমনকি নিজেদেরকে বার্বির মতোই দেখতে চান তারা। সম্প্রতি বার্বি সিনেমার প্রচার চলছে বিশ্বজুড়েই। বাংলাদেশেও বড় পর্দায় বার্বি সিনেমাটি দেখতে ভিড় করছেন বার্বি লাভাররা। শুধু নারীরা নয় অনেক পুরুষরাও কিন্তু বার্বির ফ্যান।

আর বার্বি লাভারদের পছন্দ গোলাপি রং। যাদের এই রঙের প্রতি ফেসিনেশন আছে, তারা চাইলে বিশ্বের এমন কিছু স্থানে ঘুরে আসতে পারেন যেখানে গিয়ে বার্বিল্যান্ডের মতো ফিল পাবেন-

লেক হিলিয়ার, পশ্চিম অস্ট্রেলিয়া

এই লেক দেখলে আপনি বিস্মিত হবেনই! গোলাপিরঙা এই হৃদ দেখতে বিশ্বের বিভিন্ন স্থানে পর্যটকরা ছুটে যান অস্ট্রেলিয়ায়। তবে কেন এই লেকের রং গোলাপি তা কারো জানা নেই।

যদিও বেশিরভাগ গবেষক একমত যে, সম্ভবত ডুনালিয়েলা স্যালিনা নামক এক প্রজাতির শৈালের কারণে লেকটি গোলাপিরঙা হয়ে উঠেছে। তবে যাই হোক না কেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।

লা মুরাল্লা রোজা, স্পেন

এটি বিশ্বের সবচেয়ে আিইকনিক গোলাপি স্থানগুলোর মধ্যে একটি। স্পেনের কেল্পে অবস্থিত একটি অত্যাধুনিক গোলাপি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এটি। ১৯৬৮ সালে স্প্যানিশ স্থপতি রিকার্ডো বোফিল এই ভবনের ডিজাইন করেন।

হাওয়া মহল, ভারত
ভারতের অন্যতম গোলাপি স্থান হলো হাওয়া মহল বা দ্য প্যালেস অব উইন্ডস। জয়পুরের অন্যতম জনপ্রিয় এক স্থান এটি। ভারত ভ্রমণে কমবেশি সবাই ঘুরে আসেন হাওয়া মহলে।

পিংক স্যান্ড বিচ, বাহামাস
গোলাপি বালি দেখতে হলে যেতে হবে বাহামাসের এই বিচে। সেখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। পিংক স্যান্ড বিচের পুরোটাই একটি রিসোর্টের অন্তর্ভুক্ত। তিন মাইলজুড়ে পরিষ্কার পানি ও গোলাপি বালিতে আপনি স্বর্গীয় অনুভূতি পাবেন সেখানে গেলে।

দ্য রয়্যাল হাওয়াইয়ান, হনলুলু
হনলুলুর ওয়াইকিকি সমুদ্রসৈকতে গেলে অবশ্যই সেখানকার দ্য রয়্যাল হাইওয়াইন নামক গোলাপি হোটেলে রাত কাটাতে ভুলবেন না। এটি বর্বির স্বপ্নের বাড়ির মতোই সুন্দর। সেখানে প্রতি সপ্তাহে অতিথিরা আহা আইনা নামক ঐতিহ্যবাহী হাওয়াইয়ান ভোজে অংশ নিতে জড়ো হন।

ক্রেইগিভার ক্যাসেল, স্কটল্যান্ড
স্কটল্যান্ডের গোলাপিরঙা এই দুর্গ আপনাকে বাস্তবের বার্বিল্যান্ডের অনুভূতি দেবে। ১৭ শতকের এই দুর্গ আজও নতুনের মতো। ইতিহাসপ্রেমীরা ভিড় করেন সেখানে।

তাংসি সমুদ্রসৈকত, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার তাংসি সমুদ্রসৈকত বিশ্বের ১০টি সমুদ্রসৈকতের মধ্যে অন্যতম। গোলাপিরঙা বালি দেখতে সেখানে ভিড় করেন সমুদ্রপ্রেমীরা।

তান দিন চার্ট, হো চি মিন সিটি
বার্বিল্যান্ডের পুরোপুরি অনুভূতি পেতে আপনি ঘুরে আসতে পারেন হো চি মিন সিটির তান দিন চার্চে। ভিয়েতনামের বৃহত্তম মহানগরীর ধূসর পটভূমিতে অবস্থিত এই ক্যাথলিক চার্চ। এই চার্চের উজ্জ্বল গোলাপি রং ও কারুকাজ দেখার মতো।

মাউন্ট ফুজির চেরির রাজ্য
জাপানের মাউন্ট ফুজির সৌন্দর্য বিশ্বব্যাপী সমাদৃত। সেখানকার গোলাপি চেরি ফুল পর্যটকদের বার্বিল্যান্ডের অনুভূতি দেয়। তবে সব সময় নয়, এপ্রিলে গেলে মাউন্ট ফুজিতে চেরি ফুলের সৌন্দর্য চোখে পড়বে। সেখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে চেরি ব্লোসম ফেস্টিভ্যালে যোগ দিতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া