ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে না ঈদের ছুটি, মন্ত্রিসভায় নাকচ

  • ডেস্ক :
  • আপডেট সময় ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • 162

সিনিয়র রিপোর্টার :  চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আগামী ১০ থেকে ১২ এপ্রিল।সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির যে সুপারিশ করেছিল তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী (৯ এপ্রিল) মঙ্গলবার সরকারি অফিস আদালত খোলা থাকবে।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী (৯ এপ্রিল) সরকারি ছুটি থাকছে না। আমরা আইনশৃ্ঙ্খলা কমিটির পক্ষ থেকে যে প্রস্তাব করেছিলাম তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়নি। আগামী ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এমনিতেই এ বছর ঈদে লম্বা ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে আরও ছুটি দিলে সরকারি কাজেকর্মে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে রোজা ২৯টি হলে আগামী (১০ এপ্রিল) এবং রোজা ৩০টি হলে (১১ এপ্রিল) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হচ্ছে ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে। আগামী (১৩ এপ্রিল) শনিবার সাপ্তাহিক ছুটি এবং (১৪ এপ্রিল) রবিবার নববর্ষের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

কিন্তু এর আগেও  ৭ এপ্রিল (রোববার) শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল (সোম ও মঙ্গলবার) দুদিন অফিস খোলা। ১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র একদিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এখন ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জনপ্রশাসন সংস্কার নিয়ে থাকছে শতাধিক সুপারিশ, বুধবার প্রতিবেদন হস্তান্তর

বাড়ছে না ঈদের ছুটি, মন্ত্রিসভায় নাকচ

আপডেট সময় ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

সিনিয়র রিপোর্টার :  চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আগামী ১০ থেকে ১২ এপ্রিল।সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির যে সুপারিশ করেছিল তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী (৯ এপ্রিল) মঙ্গলবার সরকারি অফিস আদালত খোলা থাকবে।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামী (৯ এপ্রিল) সরকারি ছুটি থাকছে না। আমরা আইনশৃ্ঙ্খলা কমিটির পক্ষ থেকে যে প্রস্তাব করেছিলাম তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়নি। আগামী ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এমনিতেই এ বছর ঈদে লম্বা ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে আরও ছুটি দিলে সরকারি কাজেকর্মে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে রোজা ২৯টি হলে আগামী (১০ এপ্রিল) এবং রোজা ৩০টি হলে (১১ এপ্রিল) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার রমজান ৩০ দিন ও ঈদুল ফিতর ১১ এপ্রিল হচ্ছে ধরে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে। আগামী (১৩ এপ্রিল) শনিবার সাপ্তাহিক ছুটি এবং (১৪ এপ্রিল) রবিবার নববর্ষের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

কিন্তু এর আগেও  ৭ এপ্রিল (রোববার) শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল (সোম ও মঙ্গলবার) দুদিন অফিস খোলা। ১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র একদিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এখন ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।