ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাল বৈশাখীর বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • 156

অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে কালবৈশাখীর সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)। এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কাল বৈশাখীর বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন

আপডেট সময় ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

অনলাইন ডেস্ক : ঝালকাঠিতে কালবৈশাখীর সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)। এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।