ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রেলওয়ের নতুন ডিজি’র শ্রদ্ধা নিবেদন

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • 148
এস এম বাপ্পী   :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী। গত শুক্রবার রেলওয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রেলওয়ের নতুন ডিজি।
এ সময় সরদার সাহাদাত আলী বলেন, ‘আমরা রেলব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি, এর মধ্যে রয়েছে প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা। আমার কাজ হচ্ছে জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেনচলাচল ব্যবস্থা সহজতর করা।’ এছাড়া গোপালগঞ্জের সাথে ঢাকার রেল যোগাযোগ অচিরেই চালু হবে। পাশাপাশি টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির রেক আধুনিক কোচের সমন্বয়ে গঠিত রেক দ্বারা প্রতিস্থাপন করা হবে বলে জানান তিনি। 
এর আগে রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন তিনি। এ সময় ভাঙ্গা জংশনের নির্মাণ কাজ যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য পদ্মারেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে নির্দেশ দেন তিনি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রেলওয়ের নতুন ডিজি’র শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
এস এম বাপ্পী   :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী। গত শুক্রবার রেলওয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রেলওয়ের নতুন ডিজি।
এ সময় সরদার সাহাদাত আলী বলেন, ‘আমরা রেলব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি, এর মধ্যে রয়েছে প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা। আমার কাজ হচ্ছে জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেনচলাচল ব্যবস্থা সহজতর করা।’ এছাড়া গোপালগঞ্জের সাথে ঢাকার রেল যোগাযোগ অচিরেই চালু হবে। পাশাপাশি টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির রেক আধুনিক কোচের সমন্বয়ে গঠিত রেক দ্বারা প্রতিস্থাপন করা হবে বলে জানান তিনি। 
এর আগে রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন তিনি। এ সময় ভাঙ্গা জংশনের নির্মাণ কাজ যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য পদ্মারেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালককে নির্দেশ দেন তিনি।