বাংলাদেশ থেকে সরকারিভাবে ৪৮ হাজার ৫শ টাকা বেতনে দক্ষ কর্মী নিবে ব্রুনাই
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- 159
অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে সরকারিভাবে কম খরচে ১০ জন দক্ষ কর্মী নিয়োগ নিবে ব্রুনাই। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেয়া হবে। বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রুনাই’র বাজো ফ্যাশন হাউজ কোম্পানিতে টেইলর পদে ১০ কর্মী নিয়োগ দেয়া হবে।
সুযোগ সুবিধা : চাকরির চুক্তির মেয়াদ ২ বছর। যা নবায়নযোগ্য। কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক বেতন প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা। এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং যাতায়াতের বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি।
আবেদনকারীর যোগ্যতা : আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৪৮ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য যা যা লাগবে : আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে ১৫ মে’র মধ্যে বোয়েসেলের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। কর্মীর ইন্টারভিউর সময় ইংরেজিতে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, এবং মূল পাসপোর্ট সঙ্গে আনতে হবে।
সম্ভাব্য খরচ : চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ এবং অন্যান্য ফিসহ মোট ৫৬ হাজার ৩৫০ টাকা পে অর্ডারের মাধ্যমে বোয়েসেল জমা দিতে হবে। ভিসা ফি ও বাংলাদেশে মেডিকেল টেস্ট ফি কর্মীকে দিতে হবে। এছাড়া অনলাইন আবেদন ফি ১০০ টাকা কর্মীকে বহন করতে হবে।
এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগের ঠিকানা : প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।
ট্যাগস