সিনিয়র রিপোর্টার : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কতো শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে, তা নিয়ে জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধিনিষেধ বা নিয়ম নেই। এগুলো নিয়ে ইসি ভাবে না। যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি। ভোটারের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়।
সোমবার (২০ মে) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা-অনাস্থার বিষয় নয়। ধান কাটার মৌসুম, বৈরি আবহাওয়া, বড় রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, পছন্দের প্রার্থী না পাওয়ায় ভোটের উপস্থিতি কম। কত শতাংশ ভোটার উপস্থিত হলে সন্তোষজনক হবে, এ বিষয়ে দায়বদ্ধতা নেই।
নির্বাচন কমিশনার বলেন, ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ তাদের রাজনৈতিক অধিকার। তবে কোনো সহিংসতা করলে সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। দ্বিতীয় ধাপের ভোট যাতে সুষ্ঠভাবে হতে পারে এজন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়েছে। প্রথম ধাপের নির্বাচনেও তাই করেছি। আগামীকালের নির্বাচনও তেমন হবে। কমিশনের দায়িত্ব নির্বাচন শান্তিপূর্ণ রাখা। নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই।
তিনি বলেন, সারা বিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। বিভিন্ন কারণে ভোটাররা অংশ নিতে চান না। ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলে অনেক সময় ভোটাররা ভোট দিতে যান না।