বেনজীরকে লালন-পালন করে বড় করেছে সরকার : রিজভী
-
ডেস্ক :
-
আপডেট সময়
১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- 110
অনলাইন ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সরকার ছোট থেকে লালন-পালনের মাধ্যমে বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘যে বেনজীর সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদেশ যাওয়ার ব্যাপারে তার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। তাহলে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় না, সরকার বেনজীর সাহেবকে লালন-পালন করেছে? যেমন বাবা-মা শিশু সন্তানকে লালন-পালন করে ছোট থেকে বড় করে, ঠিক তেমনি এই সরকার বেনজীর সাহেবকে লালন-পালন করে বড় করেছে।’ রিজভী আরও বলেন, ‘বেনজীরদেরকে দিয়ে সরকার কত বিএনপির নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে যে অপহরণ করেছেন, বিচারবহির্ভূতভাবে হত্যা করিয়েছেন—তার শেষ নেই। আজিজ ও বেনজীর সাহেবের এই যে ঘটনাগুলো আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে। খবরের কাগজে পড়ে মানুষ বিস্মিত। আমরা তো মাত্র ছিটেফোঁটা জানি, ভিতরে যে আরও কত কী আছে।’
‘গুণী মানুষরা এখন কারাগারের লোহার খাঁচায়’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ড. ইউনুস বলেছেন, আমি আধা ঘণ্টার মতো লোহার খাঁচায় ছিলাম। আর দেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি, তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ড. ইউনুস সাহেবরা সম্মানিত নন, এখন সম্মানিত কে? বেনজীর। সম্মানিত কে? আজিজ। কী ব্যাকগ্রাউন্ড? এগুলো বলার মতো নয়।’
সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ অন্যান্যরা বক্তব্য দেন।
ট্যাগস