ঢাকায় পাঁচ দিনব্যাপী হস্তশিল্প মেলা শুরু হয়েছে চলবে ২৯ জুন পর্যন্ত
-
ডেস্ক :
-
আপডেট সময়
০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- 137
অনলাইন ডেস্ক : ঢাকায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী হস্তশিল্প মেলা, যাতে স্থান পেয়েছে পাট ও চামড়াজাত পণ্য, জুতা, বেত ও বাঁশজাত পণ্য, তাঁত পণ্য, কারুপণ্য, হাতের তৈরি অলংকার ও মৃৎশিল্পজাত পণ্য বিভিন্ন পণ্য।
বিবিসিএফইসিতে মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন। মেলা চলবে ২৯ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে চলবে রাত ৮টা পর্যন্ত । রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে আয়োজিত মেলায় প্রবেশ করা যাবে বিনামূল্যে। মেলার দর্শনার্থী ও ক্রেতাদের যাতায়াতের সুবিধায় কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসির ‘ডেডিকেটেড শাটল বাস’ রয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি, এর সাথে জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দ্যা ডেইলি মর্নিং ভয়েসের যুগ্ম সম্পাদক, সাব এডিটর কাউন্সিলের সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন বলেন, “মেলাকে কেন্দ্র করে যাতে এসব পণ্যের প্রচার ও আরও উন্নয়ন হয়, সেটিই আমাদের লক্ষ্য। হস্তশিল্প আমাদের পরিবেশবান্ধব পণ্য। এটি দেশীয় সংস্কৃতির সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত এবং এটি আমার জীবন-জীবিকার সঙ্গেও জড়িত। এটি কর্মসংস্থানের একটি মাধ্যম। “আমাদের কৃষিপণ্য রয়েছে। সেগুলোকে যদি প্রক্রিয়াকরণ শিল্প করা যায়, তবে সেই শিল্পকে আরও বৈচিত্র্যময় করে রপ্তানিকে আরও প্রসারিত করা যায়।”
চলতি বছর হস্তশিল্প পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণা করেছে সরকার। আয়োজকরা জানান, বাংলাদেশের মাটি, হোগলাপাতা, কচুরিপানা, পাট, বাঁশ ও বেতের মত কাঁচামাল দিয়ে হাতে তৈরি পণ্যের চাহিদা রয়েছে বিদেশে। দেশীয় ঐতিহ্যের এসব শিল্প পণ্যের উৎপাদন, প্রচার এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ছাড়াও এ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশে মেলা আয়োজন করা হয়েছে। মেলায় ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, নাদিয়া জামদানি ওয়েভিং ফ্যাক্টরি, আধুনিকা, টুইংকেল ক্রাফট, কল্পতরু, মা এন্টাপ্রাইজের মত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মহাপরিচালক বেবী রানী কর্মকার, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলেলী ও হস্তশিল্প মেলার পরিচালক মাহমুদুল হাসান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ট্যাগস